Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রীড়া প্রতিমন্ত্রীকে বাফুফের অভিনন্দন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২২, ৮:৫২ পিএম

কমনওয়েলথ ইয়ুথ মিনিস্টিরিয়াল টাস্কফোর্স কমিটিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল সদস্য মনোনীত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গত ২২ জুন রুয়ান্ডার রাজধানী কিগালিতে অনুষ্ঠিত হয় কমনওয়েলথ ইয়থ মিনিস্টিরিয়াল টাস্কফোর্সের ৫ম সভা। সভায় কমনওয়েলথভুক্ত ৫৪টি দেশের যুব ও ক্রীড়া মন্ত্রী এবং তাদের প্রতিনিধিগণ অংশ নেন। এ সভাতেই গঠন করা হয় আগামী ৪ বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট কমনওয়েলথ ইয়ুথ মিনিস্টার্স টাস্কফোর্স কমিটি। বাংলাদেশ ছাড়াও কমিটির অন্যান্য সদস্যের মধ্যে রয়েছে ফিজি, সামোয়া, মালটা, উগান্ডা, ঘানা, কিংডম অফ এসওয়াতিনি, বাহামাস, জামাইকা, স্টেট লুসিয়া এবং ভারত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ