Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘জোকার টু’তে হার্লি কুইন চরিত্রে প্রাথমিক বাছাই লেডি গাগা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২২, ১২:০৩ এএম

য়োয়াকিন ফিনিক্সের অভিনয়ে নির্মিতব্য ‘জোকার টু’ মিউজিকালে হার্লি কুইন চরিত্রে অভিনয়ের জন্য গায়িকা লেডি গাগাকে বিবেচনা করা হচ্ছে। ভ্যারাইটি জানিয়েছে, জোকারের প্রেমিকা হার্লি কুইনের ভূমিকায় ২০১৯ সালের ব্লকবাস্টার ফিল্মের গায়িকা অভিনেত্রীকে প্রাথমিকভাবে বিবেচনা করা হচ্ছে।
‘জোকার টু’তে হার্লি কুইন চরিত্রটি অন্তর্ভুক্ত করার বিষয়টি প্রথম প্রকাশ করেন পরিচালক টড ফিলিপস তার এক ইনস্টাগ্রাম পোস্টে। য়োয়াকিন ফিনিক্সকে নিয়ে ‘জোকার টু’ মিউজিকাল ফিলিপসের একটি সাহসী উদ্যোগ। এর আগে প্রথম ফিল্মটি বিশ্বব্যাপী বিলিয়ন ডলারের বেশি আয় করে এবং ১২টি মনোনয়ন থেকে দুটি অস্কার জয় করে। তাতে নতুন এই প্রজেক্ট ঝুঁকিমুক্ত বলেই সবার বিশ্বাস। গাগা এর আগে ফিলিপসের ২০১৮’র ‘আ স্টার ইজ বর্ন’ ফিল্মে অভিনয় করেছেন। ইতোপূর্বে মার্গো রবি হার্লি কুইনের ভূমিকায় একাধিক ফিল্মে প্রশংসনীয় অভিনয় করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ