মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা যখন মার্কিন ক্যাপিটলে দাঙ্গায় লিপ্ত তখন যুক্তরাষ্ট্রের সাবেক এ প্রেসিডেন্টের নিরাপত্তা রক্ষীরা তাকে সেখানে নিয়ে যাওয়ার আদেশ প্রত্যাখ্যান করলে ট্রাম্প তাকে বহনকারী প্রেসিডেন্সিয়াল লিমুজিনের স্টিয়ারিং হুইল কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ করেছেন তার এক সাবেক সহযোগী। গত বছরের ৬ জানুয়ারি ক্যাপিটলে হওয়া প্রাণঘাতী হামলা নিয়ে তদন্তকারী যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল কমিটির কাছে মঙ্গলবার দেওয়া সাক্ষ্যে এমনটি বলেছেন ওই সময় হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মেডৌসের শীর্ষ সহযোগী ক্যাসিডি হাচিনসন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হাচিনসন জানিয়েছেন, ওই দিন হোয়াইট হাউসের সামনে ট্রাম্পের জ্বালাময়ী বক্তৃতা শুনতে কিছু সমর্থক এআর-১৫ রাইফেলের মতো অস্ত্র নিয়ে হাজির হলেও এ নিয়ে উদ্বেগ বাতিল করে দেন তৎকালীন প্রেসিডেন্ট, তার বদলে অংশগ্রহণকারীদের মেটাল ডিটেক্টিং ম্যাগনেটোমিটারর্স দিয়ে তল্লাশি বন্ধ করার জন্য নিরাপত্তা রক্ষীদের বলেন তিনি যেন ভিড় আরও বড় দেখায়। “ওইসব বিরক্তিকর ম্যাগগুলো (ম্যাগনেটোমিটারর্স) সরিয়ে নিন, তারা এখানে আমাকে আঘাত করতে আসেনি,’ ওই সকালে ট্রাম্প এমনটি বলেছিলেন বলে তাকে উদ্ধৃত করে জানান হাচিনসন। মার্কিন সিক্রেট সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা, ওই সময় ট্রাম্পের ডেপুটি চিফ অব স্টাফ অপারেশন্স টনি অরনাটো এই কথোপকথনের কথা তাকে বলেছেন বলে হাচিনসন জানিয়েছেন। ক্যাপিটলে ট্রাম্পের সমর্থকদের হামলা নিয়ে মার্কিন প্রতিনিধি পরিষদে চলমান শুনানির ষষ্ঠ দিনে হাচিনসন এসব কথা বলেন। দেওয়া সাক্ষ্যে অরনাটোর সঙ্গে তার কথোপকথন উদ্ধৃত করে হাচিনসন বলেন, সিক্রেট সার্ভিসের যে এজেন্ট ক্যাপিটলে দাঙ্গারত সমর্থকদের সঙ্গে যোগ না দিয়ে ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরা উচিত বলে জোর দেন তিনি তার সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। ওই সময় ক্যাপিটলে মার্কিন কংগ্রেসের বৈঠকে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাট জো বাইডেনের জয় প্রত্যায়িত করা হচ্ছিল। ২০২০ এর ওই নির্বাচনে কারচুপির মাধ্যমে তাকে হারানো হয়েছে, ট্রাম্পের এই মিথ্যা দাবির ভিত্তিতে তার সমর্থকরা উত্তেজিত হয়ে ক্যাপিটলে চড়াও হয়েছিল। “আমি প্রেসিডেন্ট। আমাকে এখনই ক্যাপিটলে নিয়ে যাও,” ট্রাম্প রাগান্বিত হয়ে এমনটি বলেছিলেন বলে দেওয়া উদ্ধৃতিতে জানান হাচিনসন। তিনি জানান, ট্রাম্প পেছনের আসন থেকে প্রেসিডেন্সিয়াল লিমুজিনের স্টিয়ারিং হুইল দখলে নেওয়ার চেষ্টা করেছিলেন এবং সিক্রেট সার্ভিসের এক কর্মকর্তার ওপর ক্ষোভে ফেটে পড়েছিলেন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।