Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যয় বাড়াতে ন্যাটো মিত্রদের আহবান জানাবেন জনসন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২২, ১২:০৫ এএম

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সামরিক ব্যয় বাড়াতে ন্যাটো মিত্রদের প্রতি আহবান জানাবেন। ইউক্রেনে রুশ হামলার প্রেক্ষিতে মাদ্রিদে ন্যাটো শীর্ষ সম্মেলনে মিত্রদের প্রতি তিনি এ আহবান জানাবেন বলে মঙ্গলবার তার কার্যালয় থেকে বলা হয়েছে। রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখলে নেয়ার পর ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলো তাদের মোট অভ্যন্তরীণ উৎপাদনের অন্তত দুই শতাংশ ব্যয়ের অঙ্গীকার করেছিল। কিন্তু ২০২১ সালে ৩০ সদস্য বিশিষ্ট ন্যাটোর কেবলমাত্র আট সদস্য এ লক্ষ্য পূরণে সক্ষম হয়েছে। মাদ্রিদে যাওয়ার প্রাক্কালে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের পর প্রতিরক্ষা বিনিয়োগে নতুন লক্ষের বিষয়ে ন্যাটোতে আলোচনা প্রয়োজন। ব্রিটিশ সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ন্যাটোকে দীর্ঘমেয়াদি বিনিয়োগের মাধ্যমে নতুন ও বর্ধিত হুমকি মোকাবেলা করতে হবে। একইসঙ্গে সংকট ও জরুরি প্রয়োজন মোকাবেলায় প্রতিরক্ষা ব্যয় বাড়াতে হবে। এ ছাড়া ন্যাটো শীর্ষ সম্মেলনে জনসন রুশ সীমান্তবর্তী এস্তোনিয়ায় সামরিক উপস্থিতি বাড়ানোর ঘোষণা দেবেন। উল্লেখ্য, ইউক্রেনে রুশ হামলার পর ব্রিটেন কিয়েভকে একশ’ ৩০ কোটি মার্কিন ডলার সমপরিমাণ সামরিক সহায়তা দিয়েছে। এদিকে,রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন যদি নারী হতেন, তাহলে ইউক্রেনে আগ্রাসন চালাতেন বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। জার্মানিতে জি৭ জোটের বৈঠক শেষে জার্মানির জেডডিএফ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন বরিস জনসন। ইউক্রেন আগ্রাসনকে রুশ প্রেসিডেন্ট পুতিনের ‘বিষাক্ত পুরুষতান্ত্রিকতার জ্বলন্ত উদাহরণ’ হিসেবে আখ্যায়িত করেন বরিস জনসন। সাক্ষাৎকারে লিঙ্গ সমতা ও নারী শিক্ষার গুরুত্ব নিয়ে আলাপকালে জনসন বলেন, ‘ক্ষমতাধর পদে নারীর অংশগ্রহণ বাড়ানোর’ আহবান জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘পুতিন যদি নারী হতেন, নিশ্চিতভাবেই তিনি তা নন, কিন্তু সেটি হলে আমি মনে করি না তিনি এমন প্রাণঘাতী যুদ্ধে জড়াতেন বা যেমন আগ্রাসন সংঘাত ঘটিয়ে চলেছেন তা করতেন।’ বরিস জনসন বলেন, ‘আপনি যদি বিষাক্ত পুরুষতান্ত্রিকতার জ্বলন্ত উদাহরণ দেখতে চান, তাহলে ইউক্রেনে তিনি (পুতিন) যা করছেন সেটি একদম তাই।’ বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ