Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদার প্রস্তাবে নতুন কিছু পাননি : আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে প্রস্তাব দিয়েছেন তাতে নতুন কিছু পাননি। তবে ওই প্রস্তাবে পরবর্তী জাতীয় নির্বাচন নিয়ে বেশকিছু বক্তব্য এসেছে জানিয়ে তিনি বলেছেন, আনুষ্ঠানিকভাবে হাতে পাওয়ার পর নির্বাচনকালীন বিষয়গুলো দেখবেন তারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।  মন্ত্রী বলেন, আপনারা দেখলেন, এটা নিয়ে একটা আলাপ আলোচনা চলছে, এটা কেবল আইন মন্ত্রণালয়ের বিষয় না। এই ব্যাপারটা সারা দেশের। আমি শুধু এটুকু বলব, ২০১৪ সালের নির্বাচনের পূর্বে অনেক আলাপ-আলোচনার পর একটা নির্বাচন কমিশন কীভাবে গঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। সেভাবেই নির্বাচন কমিশন গঠিত হয়েছিল। নির্বাচন কমিশন তার দায়িত্ব অত্যন্ত সুচারুরূপে পালন করেছে। সেক্ষেত্রে যে পদ্ধতিতে নির্বাচন কমিশন হচ্ছিল, সেটা পরিবর্তনে এবারের বক্তব্যে কোনো দূরত্ব আমি পাইনি। আমি পড়েছি, আমি পাইনি।  
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বর্তমান সরকার আইনের শাসনের প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা সম্পর্কে অত্যন্ত সচেতন। তিনি বলেন, আইনজীবীদের মর্যাদা ক্ষণœœ হলে আইনের শাসনের প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সেজন্য সরকার তাদের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা আইনজীবী সমিতি ভবন নির্মাণসহ আইনজীবীদের কল্যাণে সরকার নানাবিধ কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের কাজ চলছে। বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের অর্থ উদ্ধারের বিষয়ে আসন্ন ফিলিপাইন সফর প্রসঙ্গে তিনি বলেন, আগামী ৩০ নভেম্বর দেশে ফিরেই তিনি ফিলিপাইন সফরের সফলতা বা ব্যর্থতা জানাবেন।  
প্রধানমন্ত্রী প্রতিশ্রুত খুলনা ও বাগেরহাট জেলা আইনজীবী সমিতি ভবন নির্মাণের জন্য ৭ কোটি ৫৫ লাখ ৪২ হাজার টাকার মঞ্জুরিপত্র প্রদান করা হয়। মঞ্জুরিকৃত এ অর্থ থেকে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ৬ তলা ভবন নির্মাণের জন্য ৪ কোটি ৪৪ লাখ ৩ হাজার টাকা এবং খুলনা আইনজীবী সমিতির ৬ তলা ভিত বিশিষ্ট ৪ তলা ভবন নির্মাণের জন্য ৩ কোটি  ১১ লাখ ৪২ হাজার টাকা ব্যয় করা হবে। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, যুগ্ম-সচিব বিকাশ কুমার সাহা ও গোলাম সারোয়ারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং খুলনা ও বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২৫ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ