Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বিয়ের পাত্রী চেয়ে শহরজুড়ে ব্যানার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২২, ১২:০৪ এএম

বিয়ের জন্য পাঁচ বছর ধরে চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন এক ডিজাইনার। এরপর এক অভিনব পন্থা বেছে নেন ভারতের তামিলনাডুর ২৭ বছর বয়সী যুবক জগান। শহর জুড়ে লাগান বড় বড় ব্যানার। নিজের যোগ্যতা, পেশার বিবরণ, বেতন সবকিছুই উল্লেখ করা রয়েছে তাতে। স¤প্রতি এমন একটি ব্যানার ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, তামিলনাডু রাজ্যের মাদুরাইয়ের দেওয়াল ভর্তি জগানের লাগানো ব্যানারে। আর সেই ব্যানারের মুল বিষয় পাত্রী চাই। ব্যানারে জগান নিজের একটি ডেনিম শার্ট পরা ছবি দিয়েছেন। এতে উল্লেখ করা হয়েছে, একটি বেসরকারি প্রতিষ্ঠানের ম্যানেজার তিনি। তার বেতন ৪০ হাজার রুপি। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লিখেছেন, গত পাঁচ বছর ধরে পাত্রী খুঁজছেন তিনি। তবে মনের মত পাত্রী এখনো মেলেনি। জগান বলেন, ‘আমি কাজের সুবাদে প্রতিদিন ডিজাইনিংয়ের করি। ভাবলাম কেন আমি আমার নিজের জন্য পাত্রীর সন্ধান করে ব্যানার ডিজাইন করতে পারি না?’ তিনি জানান, পাত্রী খোঁজার প্রতিশ্রুতি দিয়ে অনেকেই তার কাছ থেকে টাকা নিয়েছিল। কিন্তু পাত্রী জোগাড় করে দেয়নি। তারপরই এই অভিনব ব্যানার ডিজাইন করেন তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ