Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২২, ১২:০৩ এএম

রাস্তাতেই কেমোথেরাপি
ভারতের আসামে বন্যায় ইতোমধ্যে ১২২ জনের প্রাণহানি হয়েছে। পানিবন্দি প্রায় ২২ লাখ মানুষ। বাড়ি-ঘর, চাষের জমি সব ভেসে গিয়েছে। এই পরিস্থিতিতে দেখা গেল এক মর্মান্তিক ছবি। বন্যার পানি থই থই করছে হাসপাতাল। যান চলাচলের রাস্তাও ডুবে গিয়েছে বন্যার পানিতে। এই অবস্থায় রাস্তার এক কোণে উঁচু জায়গায় চলছে ক্যানসার রোগীদের কেমোথেরাপি! খবরে বলা হয়, শিলচরের কাছার ক্যানসার হাসপাতাল পানিতে টয়টম্পুর। পানি ঢুকে পড়েছে প্রতিটি রুমে। এই অবস্থায় রোগীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে খোলা আকাশের নীচে। সেখানেই চলছে ক্যানসার আক্রান্তদের চিকিৎসা। এবিপি।

 

নিষেধাজ্ঞা রাশিয়ার
নতুন করে আরও ৪৩ কানাডিয়ান নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে রাশিয়া। সোমবার প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে এই ঘোষণা দেয় মস্কো। প্রতিবেদনে বলা হয়, নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার কোম্পানিগুলোর সিনিয়র ম্যানেজমেন্ট এবং তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে কানাডা সরকারের নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আর পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার মস্কোর রয়েছে। আনাদোলু।


ভ‚মিধসে মৃত্যু
ভারতের সিকিমের রাজধানী গ্যাংটকে টানা বৃষ্টিতে ভ‚মিধসে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র বলছে, রাত ১টা ১৫ মিনিটে টানা বৃষ্টির জেরে ভ‚মিধসের ঘটনা ঘটে। বিমল মঙ্গার নামে এক ব্যক্তির বাড়ি ধসে তার স্ত্রী ও দুই সন্তানের মৃত্যু হয়। শিশু দুটির বয়স ৭ ও ১০ বছর। অন্যদিকে, উত্তরবঙ্গে আরও বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তন। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পঙে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ওই জেলাগুলোতে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। এবিপি।


মুম্বাইয়ে নিহত
ভারতের মুম্বাইয়ে চার তলা একটি ভবন ধসে একজন নিহত হয়েছেন। ভবন ধসে আহত হয়েছেন আরও ১১ জন। ধ্বংসস্ত‚পে এখনো আটকা পড়ে আছেন আরও পাঁচজন। সোমবার রাতে কুরলার নায়েক নগর সোসাইটিতে এ দুর্ঘটনা ঘটে। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ১২ জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তি মারা গেছেন। উদ্ধার অভিযান চালাচ্ছে দেশটির ফায়ার সার্ভিস ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। শিবসেনা নেতা আদিত্য ঠাকরে ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনটি ধসে পড়ার সময় সেখানে ২১ জন লোক ছিলেন। এনডিটিভি।


ধর্ষণ মামলা
ভারতের কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর ব্যক্তিগত সচিব পিপি মাধবনের বিরুদ্ধে ধর্ষণ ও ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা হয়েছে। ২৬ বছর বয়সী এক নারীর অভিযোগের ভিত্তিতে সোমবার এ মামলা হয় বলে জানা গেছে। দিল্লি পুলিশ বলছে, ওই নারীর অভিযোগ, তাকে চাকরি দেওয়ার কথা বলে প্রলুব্ধ করা হয়। তাকে বিয়ের প্রতিশ্রুতিও দেওয়া হয়। পুলিশের এক কর্মকর্তা বলেন, তিনি যদি বিষয়টি প্রকাশ্যে আনেন, তাহলে তাকে ভয়ানক পরিণতি ভোগ করতে হবে বলে অভিযুক্ত ব্যক্তি হুমকি দেন। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ