নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন ইংল্যান্ডের ইতিহাসে সফল অধিনায়ক ইয়ান মর্গ্যান। মঙ্গলবার আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক। তবে তিনি ঘরোয়া ক্রিকেটে অবশ্য খেলা চালিয়ে যাবেন।
অধিনায়ক হিসেবে মরগানের স্থলাভিষিক্ত হতে পারেন বর্তমান সহ-অধিনায়ক জস বাটলার। ২০১৫ সাল থেকে সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন তিনি, এখন পর্যন্ত ১৩ ম্যাচে ইংল্যান্ডের নেতৃত্বও দিয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
২০০৯ সালে আয়ারল্যান্ড থেকে জাতীয়তা বদলে ইংল্যান্ডের হয়ে খেলা শুরু করেছিলেন মরগান। পরবর্তীতে সাদা বলের দুই ফরম্যাটেই দেশটির অধিনায়কত্ব করেছেন তিনি।
ক্যারিয়ারে ২২৫ ওয়ানডেতে ১৩ শতকে প্রায় ৭ হাজার রান এবং ১১৫ টি-টোয়েন্টি ম্যাচে প্রায় আড়াই হাজার রান করে ক্রিকেটকে বিদায় জানাবেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।