Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফ্রিদি এখন পাকিস্তানে

নিজের নামে স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১২:২৫ এএম, ২৫ নভেম্বর, ২০১৬

বিশেষ সংবাদদাতা : দেড় কোটি টাকায় রংপুর রাইডার্সে খেলতে এসে দলের চেহারাটাই দিয়েছেন বদলে পাকিস্তানের টি-২০ সেশনসেশন শহীদ আফ্রিদি। ৬ ম্যাচে ৫ জয়ের ৫টিই বড় ব্যবধানে, তা সম্ভব হয়েছে প্রতিটি ম্যাচেই বুম বুম খ্যাত শহীদ আফ্রিদির পারফরমেন্সে। বল হাতে নিয়েছেন এই লেগ স্পিনার ১১ উইকেট। ১০ উইকেট পাওয়া বোলারদের মধ্যে সবচেয়ে কম ইকোনমি (ওভারপ্রতি ৫.৪৩ রান) তার। রংপুর রাইডার্সের এই পারফরমারকে আজ রাজশাহী কিংসের বিপক্ষে যাচ্ছে না পাওয়া। পাকিস্তানের খাইবার প্রদেশে গতকাল নিজের নামে (শহীদ আফ্রিদি ক্রিকেট স্টেডিয়াম) স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন উপস্থিত। পাকিস্তান ক্রিকেট দলের টি-২০ বিশ্বকাপ ট্রফি জয়ী অধিনায়ক রংপুর রাইডার্সের শিবিরে যোগ দিবেন আগামী ২৯ নভেম্বর। তবে তার এই অনুপস্থিতিতে রংপুর রাইডার্স খেলবে ৩ ম্যাচ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ