Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম দিনেই ইনিংস ঘোষণা!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : দিনের খেলা তখনও ঘণ্টাখানেক বাকি। দক্ষিণ আফ্রিকার স্কোর বোর্ডে ৯ উইকেটে মাত্র ২৫৯ রান। ১১৮ রানে এসময় ব্যাটে অধিনায়ক ফাফ ডু প্লেসি। এমন পরিস্থিতিতে টেলএন্ডাকে নিয়ে ইনিংসটা আরেকটু বাড়িয়ে নেয়াই তো যে কোনো ব্যাটসম্যান বা অধিনায়কের স্বাভাবিক লক্ষ্য। কিন্তু অস্ট্রেলিয়াকে চমকে দিয়ে ইনিংস ঘোষণা করলেন প্রটিয়া অধিনায়ক। অ্যাডিলেড ওভালের ইতিহাসের তৃতীয় ও দক্ষিণ আফ্রিকার প্রথম দিবা-রাত্রির টেস্টটা শুরু হল ডু প্লেসির এমনই অদ্ভুত সিদ্ধান্তে।
এর চেয়ে কম রানে প্রথম ইনিংস ঘোষণা করার রেকর্ড অবশ্য আছে ১৪টি। দক্ষিণ আফ্রিকাই সেঞ্চুরিয়ানে ইংল্যান্ডের বিপক্ষে ইনিংস ঘোষণা করেছিল ৮ উইকেটে ২৪৮ রানে। কলঙ্কিত সেই টেস্টে হারতে হয়েছিল প্রটিয়াদের। তবে ২০১৩ সালে হায়দরাবাদে ২৩৭ রানে অস্ট্রেলিয়ার ইনিংস ঘোষণাটা আরো টাটকা। এই ম্যাচও হেরেছিল অজিরা। ১৪ ম্যাচের এই দুটিই কেবল হারের সাক্ষী হয়ে আছে। অ্যাডিলেডে ডু প্লেসির ভাগ্যে কি অপেক্ষা করছে সেটা সময়ই বলে দেবে।
তবে ড্র প্লেসির পরিকল্পনাটাও ছিল স্পষ্ট। ফ্লাডলাইটের আলোয় রাতের শেষ সময়ে বোলিং থেকে বাড়তি কিছু আদায় করা। কিন্তু তার সেই পরিকল্পনা ভেস্তে দেন দুই অজি ওপেনার। কোন অঘটন ছাড়াই দাঁতে দাঁত চেপে ১২ ওভার কাটিয়ে দেন উসমান খাজা ও অভিষিক্ত ম্যাট রেনশো। তা থেকে রান এসেছে মাত্র ১৪টি। ৩৪ বলে দুই বাইন্ডারিতে ৮ রান করেন রেনশো। খাজা ছিলেন আরো সতর্ক, তার ৩৯ বলের ইনিংসে রান মাত্র ৩টি। এখনো তারা পিছিয়ে ২৪৫ রানে।
এর আগে বল হাতে উড়ন্ত সূচনা করে স্টিভেন স্মিথের দল। দলীয় ১২ রানে ডেন এলগারকে হারানোর পর নিয়মিত বিরতিতেই একে একে ফিরতে থাকেন ব্যাটসম্যানরা। এরই মাঝে চতুর্থ ও অষ্টম উইকেটে দুটি পঞ্চাশোর্ধ জুটি গড়েন ডু প্লেসি। শেষ উইকেটে তাবরাইজ সামসিকে নিয়ে ৩৯ রান যোগ করে ইনিংস ঘোষণা করেন। ক্যারিয়ারের ষষ্ঠ শতক তুলে নেয়া ডু প্লেসির ১৬৪ বলে ১১৮ রানের ইনিংসটি ছিল ১৭টি চারে সমৃদ্ধ। জস হ্যাজেলউড ৪টি এবং মিচেল স্টার্ক ও জ্যাকসন বার্ড নেন ২টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর
দ. আফ্রিকা : ৭৬ ওভারে ২৫৯/৯ ডিক্লে. (ডু প্লেসি ১১৮*, স্টিফেন কক ৪০; হ্যাজেলউড ৪/৬৮, বার্ড ২/৫৭, স্টার্ক ২/৭৮)।
অস্ট্রেলিয়া : ১২ ওভারে ১৪/০ (খাজা ৩*, রেনশো ৮*)।
প্রথম ইনিংসে ১০ উইকেট হাতে নিয়ে অস্ট্রেলিয়া ২৪৫ রানে পিছিয়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ