Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুযোগ কাজে লাগাতে চান শান্ত

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে রেকর্ড ৫৮টি ম্যাচ খেলেছেন, রেকর্ড ১৮২০ রান নাজমুল হোসেন শান্ত’র। সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ২৫৯ রান তারই। অনূর্ধ্ব-১৯ দলের জার্সি খুলে এই ছেলেটিই যেনো পরিণত ক্রিকেটার। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের সর্বশেষ আসরে আবাহনীর হয়ে করেছেন দারুণ পারফরমেন্স নাজমুল হোসেন শান্ত। আবাহনীর শিরোপা পুনরুদ্ধার মিশনে অবদান রেখেছেন এই মিডল অর্ডার দারুণ ব্যাটিংয়ে। ১৬ ম্যাচে ৪ ফিফটিতে ৫৩৭ রান (গড় ৪১.৩০) করেছেন। প্রিমিয়ার ডিভিশনের এই পারফরমার বিপিএলেও মেলে ধরেছেন নিজেকে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যর্থ ব্যাটসম্যানদের ভিড়ে একমাত্র ব্যতিক্রম নাজমুল হোসেন শান্ত। মিডল অর্ডার থেকে ওপেনিংয়ে প্রমোশন পেয়ে রাজশাহী কিংসের বিপক্ষে সর্বশেষ ম্যাচে খেলেছেন ৪১ রানের ইনিংস। ওপেনিংয়ে স্থির হয়েছে তার পজিশন, দলের পক্ষ থেকে পেয়েছেন এই সবুজ সংকেত।
ওপেনিংয়ে প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করতে প্রত্যয়ী শান্তÑ ‘আসলে সব সময়ই তিন নম্বরে ব্যাটিং করা হয়, সুযোগ পেয়েছি তাই চেষ্টা করবো সব সময় যেন ভাল কিছু করতে পারি। ওপেনিং প্রতিযোগিতায় যাওয়ার কিছু নেই। আমি ব্যাটিং অর্ডারে যেখানেই সুযোগ পাবো, ভালো কিছু করার চেষ্টা করি। এর বাইরে অন্য কিছু নিয়ে ভাবি না।’
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই তরুণ তুর্কির লক্ষ্য বিপিএলে সেরা ব্যাটসম্যানদের তালিকায় নিজের নামÑ ‘পাঁচটি ম্যাচ আছে, তাই লক্ষ্য থাকবে অনেক বড় কিছু করার। প্রতিটি ম্যাচেই আমার অবদানটা বেশি রাখতে চেষ্টা করব, যতটুকু দেই তার চেয়ে ২০-৫০ ভাগ বেশি দেয়ার চেষ্টা করব। আপাতত সামনের ম্যাচ নিয়েই ভাবছি।’
দল ব্যর্থ, ৭ ম্যাচে ৬ হারে পয়েন্ট তালিকায় তলানীতে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্স শেষ চারের স্বপ্ন এখন আর দেখতে পারছে না। তবে আসরে নিজের লক্ষ্যটা ঠিকই স্থির করেছেন শান্তÑ ‘পাওয়ার অনেক কিছুই আছে। আমরা যারা তরুণ খেলোয়াড় আছি, তাদের পারফর্ম করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ