Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

শহীদের টার্গেট ৩০ উইকেট

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০তে নিজেকে প্রথম চিনিয়েছেন মোহাম্মদ শহীদ। ২০১৫ সালে অনুষ্ঠিত বিপিএল ‘থ্রি’ তে সিলেট সুপার স্টার্সের হয়ে ১৪ উইকেটে নিজেকে চেনানো এই পেস বোলারের বোলিংয়ে টেস্ট অভিষেক হয়েছে তার সে বছরই। সেই শহীদ এবারের বিপিএলে আরো ভয়ংকর! ইতোমধ্যে ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়ে চলমান আসরে যৌথভাবে মোহাম্মদ নবীর সঙ্গে আছেন উইকেট শিকারের শীর্ষে। বরিশাল বুলসের বিপক্ষে প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের এই পেসার শিকর করেছেন ৩ উইকেট (৩/২১), সেই থেকে শুরুÑ তিন ম্যাচে ৩টি করে উইকেট শিকারে চলমান আসরে ৭ ম্যাচে ১৪ উইকেট করেছেন শিকার। একটি ম্যাচও কাটেনি তার উইকেটহীন। লক্ষ্য তার বিপিএলের এই আসরে ৩০ উইকেটÑ ‘আমার লক্ষ্য ২৫ থেকে ৩০ উইকেট। আশা করি এটা অর্জন করতে পারব।’
বিপিএলের এক আসরে সর্বাধিক ২২ উইকেটের রেকর্ড শুধুই কেভন কুপারের। বরিশাল বুলসের হয়ে ২০১৫ সালে অনুষ্ঠিত বিপিএল ‘থ্রি’তে এ কৃতিত্বই ছিল ক্যারিবিয়ান এই পেসারের। নক আউট পর্বের আগে ৫ যখন ম্যাচ পাচ্ছেন শহীদ, তখন চলমান আসরে সর্বাধিক উইকেট শিকারের স্বপ্ন দেখতেই পারেন শহীদ। লড়াইটা তার সঙ্গে জমিয়ে তুলেছে চিটাগাং ভাইকিংসের অফ স্পিনার মোহাম্মদ নবী। তবে বৃহস্পতি তুঙ্গে থাকা শহীদ বোলিং ধারাবাহিকতার দিকেই দিচ্ছেন নজরÑ ‘আমার কাজ হলো দলের জয়ে অবদান রাখা। আমি সেটার দিকেই মনোযোগী।’ খুব ভালো লাগছে যে বাংলাদেশের এত বড় একটি টুর্নামেন্টে পারফরম করতে পারছি। সামনের ম্যাচগুলোতেও এই ধারা অব্যহত রাখতে চাই। এই মুহূর্তে আমার কোনও সমস্যা নেই। আমি দারুণ ছন্দে আছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ