Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গেইল আসছেন আজ, ম্যাচ প্রতি সম্মানী ৫০ হাজার ডলার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : বিপিএলে অভিষেক সেঞ্চুরিয়ান ক্রিস গেইল। ২০১২ সালে নিলামে বরিশাল বুলসে বিক্রি হয়ে সেই আসরে ২টি সেঞ্চুরিতে মাতিয়েছেন। বিপিএলের পরের আসরে ৫০ হাজার ডলারে খেলতে এসে ঢাকা গøাডিয়েটর্সের জার্সি পরে সেই চেনা গেইল হাজির। বিপিএল ‘থ্রি’তেও প্লেয়ার্স পেমেন্টে সবাইকে গেছেন ছাড়িয়ে। ম্যাচপ্রতি ৩৫ হাজার মার্কিন ডলার সম্মানীতে খেলেছেন তিনি বরিশাল বুলসে। এবার টি-২০ সেনসেশনকে দেখা যাবে চিটাগাং ভাইকিংসে। ম্যাচপ্রতি সর্বোচ্চ ৫০ হাজার ডলারে (বাংলাদেশী মুদ্রায় ৪০ লাখ টাকা) চিটাগাং ভাইকিংসের হয়ে ৪ ম্যাচ খেলবেন গেইল। নির্ভরযোগ্য এক সূত্র দিয়েছে এ তথ্য। চিটাগাং ভাইকিংসের হয়ে খেলতে আজ ঢাকায় পা রাখছেন গেইল। আগামী রবিবার রংপুর রাইডার্সের বিপক্ষে চিটাগং ভাইকিংসের হয়ে তামীমের সঙ্গে ওপেন করার কথা গেইলের। এদিকে ইনজুরিতে পড়ে দেশে ফিরে যাওয়া আর এক ক্যারিবিয়ান অল রাউন্ডার আন্দ্রে রাসেল ঢাকা ডায়নামাইটসের তাবুতে যোগ দিচ্ছেন আগামী সপ্তাহে। খেলবেন দলটির শেষ ম্যাচগুলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ