Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

অর্থনৈতিক অঞ্চলে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ চায় এফবিসিসিআই

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে নিরবচ্ছিন্ন ও সহনীয় মূল্যে গ্যাস-বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করার দাবি করেছে দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। গতকাল সংগঠনটির কার্যালয়ে ‘বিশেষ অর্থনৈতিক এলাকা, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব এবং স্থানীয় ও বিদেশি বিনিয়োগ’ নিয়ে এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।
আলোচনা সভায় বিশেষ অর্থনৈতিক এলাকাগুলোতে জমির ন্যায্যমূল্য, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং সহনীয় মূল্যে গ্যাস ও বিদ্যুৎ সেবা প্রদানের উপর জোর দেয়া হয়। উদ্যোক্তারা যাতে সঠিক পরিকল্পনা নিয়ে নিরাপদে তাদের ব্যবসা চালিয়ে যেতে পারেন সেজন্য গ্যাস ও বিদ্যুতের দীর্ঘমেয়াদি মূল্য নির্ধারণের উপরও জোর দেয়া হয়। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং মহিলা উদ্যোক্তাদের জন্য বিশেষ সহায়তা দেয়ারও আহ্বান জানান তারা। এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন), পরিচালক হাসিনা নেওয়াজ, মুনতাকিম আশরাফ, কোহিনুর ইসলাম, আনোয়ার সাদাত সরকার, মাসুদ পারভেজ খাঁন ইমরান ও হাবিবুল্লাহ ডন সভায় উপস্থিত ছিলেন। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) প্রতিনিধিরাও সভায় ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ