Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে স্বেচ্ছায় পুলিশে ধরা দিল রোহিঙ্গা য্বুক

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২২, ৭:০৮ পিএম

কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শিবির থেকে পালিয়ে এসে স্বেচ্ছায় নোয়াখালীর সুধারাম থানার পুলিশের কাছে ধরা দিয়েছে এক রোহিঙ্গা যুবক।

ওই রোহিঙ্গা যুবকের নাম নুরুল কবির (২৮) সে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শিবিরের নুরুল ইসলামের ছেলে।

রোববার দুপুরে পুলিশ পাহারায় আটককৃত রোহিঙ্গা যুবককে নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের পাঠানো হয়। এর আগে গতকাল শনিবার সুধারাম থানায় স্বইচ্ছায় ধরা দেয়।

সুধারম থানার ওসি মো.আনোয়ারুল ইসলাম এ সব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,গতকাল শনিবার কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে এক রোহিঙ্গা যুবক ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে যাওয়ার জন্য পালিয়ে এসে সুধারম থানায় ধরা দেয়। পরে রোববার দুপুর ২টার দিকে তাকে পুলিশ পাহারায় ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে পাঠানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা য্বুক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ