Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক মাসের বেতন বন্যাদুর্গতদের দান করলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২২, ৬:৫৩ পিএম | আপডেট : ৬:৫৪ পিএম, ২৬ জুন, ২০২২

সিলেট-সুনামগঞ্জে ভয়াবহ বন্যায় এখনও লাখ লাখ মানুষ এখন পানি বন্দি। ঘর-বাড়ি সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন বহু মানুষ। সরকারি সাহায্যের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবার সেই সহায়তা কার্যক্রমে যুক্ত হয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটার মুশফিকুর রহিম।

তিনি স্থানীয় একটি স্বেচ্ছাসেবী দলের কাছে নিজের এক মাসের বেতনের পুরোটাই তুলে দিয়েছেন। এ বিষয়ে সিলেট ও সুনামগঞ্জ এলাকায় ত্রাণ কার্যক্রমে যুক্ত থাকা একজন স্বেচ্ছাসেবী বলেছেন, ‘মুশফিক ভাইর কাছ থেকে আমরা ৬ লাখ টাকা পেয়েছি। দেড় হাজার পরিবারকে আমরা এই টাকা দিয়ে সহায়তা করবো। তাদের রান্না করা খাবার সরবরাহ করবো।’

বাংলাদেশ দল এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলছে। তবে হজ পালনের জন্য মুশফিক আগেই সিরিজ থেকে ছুটি নিয়েছেন। এখন তিনি দেশে থাকলেও কয়েকদিনের জন্য পুরো পরিবার নিয়ে হজে যাবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ