Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাইয়ে বীরমুক্তিযোদ্বা জোবায়েদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২২, ৬:০৭ পিএম

রাঙামাটির কাপ্তাইয়ে শিলছড়ি বসবাসকারী মুক্তিযোদ্ধা জোবায়েদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার (২৬জুন) ভোর ৪টায় চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে তিনি মৃত্যু বরণ করে। মৃত্যুকালে মুক্তিযোদ্ধা জোবায়েদ আলীর বয়স হয়েছিল ৮৩ বছর। বাধ্যক্য ও দীর্ঘদিন যাবত শারীরিক অসুস্থ ছিলো তিনি। বাদ আছর বিকেল ৫টা ২০মিনিটে শিলছড়ি মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অফ অনার দেয়া হয়। এসময় সালাম গ্রহণ করেন কাপ্তাই নির্বাহী অফিসার মুনতাসির জাহান,কাপ্তাই থানার ওসি জসিম উদ্দীন ও কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী। এসময় কাপ্তাইয়ের মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী উপস্থিত থেকে শেষ শ্রদ্ধা জানান। মৃত্যুকালে মুক্তিযোদ্ধার স্ত্রী, ৬মেয়ে ২ছেলে, বহু আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান। জানাজা শেষে শিলছড়ি কবরস্থানে দাফন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ