Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একটি কবিতার দাম দেড় লাখ ডলার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশ্বের বিখ্যাত রোজনামচার লেখিকা অ্যানা ফ্রাঙ্কের লেখা একটি কবিতা নিলামে ধারণার চেয়েও অনেক বেশি দাম এক লাখ ৪৮ হাজার ডলারে (এক লাখ ৪০ হাজার ইউরো) বিক্রি হয়েছে। বিবিসির খবরে বলা হয়, ১৯৪২ সালে এক বান্ধবীর কবিতার অ্যালবামের জন্য আট লাইনের ওই কবিতাটি পাঠিয়েছিলেন অ্যানা। হাতে লেখা এক পাতার ওই কবিতাটির নিচে অ্যানার সই এবং ২৮ মার্চ ১৯৪২ তারিখ দেওয়া আছে। এর মাত্র চার মাস পর জার্মানির নাৎসি বাহিনীর হাত থেকে বাঁচতে অ্যানার পরিবার আত্মগোপনে চলে যায়। কবিতাটি আনা তার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী জ্যাকুলিনের বড় বোন ক্রিস্টিয়ান ভন মারসেনের কাছে লিখেছিলেন। কবিতাটি শুরু হয়েছে ‘ডিয়ার ক্রি-ক্রি’ দিয়ে। নেদারল্যান্ডসের হারলেম শহরের নিলাম হাউজ বুব কুইপারের পক্ষ থেকে বলা হয়, জ্যাকুলিন ভন মারসেন কবিতাটি বিক্রি করেছেন। কারণ, তিনি জানেন তার বোন এ লেখাটিকে তেমন গুরুত্বপূর্ণ মনে করেননি। ২০০৬ সালে ক্রিস্টিয়ান ভন মারসেন মারা যান। তবে বেঁচে আছেন জ্যাকুলিন। বুব কুইপারের ওয়েব সাইটে জ্যাকুলিনের একটি লেখা প্রকাশ করা হয়েছে। এতে তিনি লিখেছেন, আমার বোন (যার ডাক নাম ছিল ক্রি-ক্রি) ১৯৭০ সালের দিকে তার কবিতার অ্যালবাম থেকে অ্যানার লেখা কবিতার পাতাটি ছিঁড়ে আমাকে দিয়ে দেয়। কারণ, আমি এ লেখাটির প্রতি যতটা আকৃষ্ট ছিলাম সে ততটা
ছিল না। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ