মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অবশেষে ট্রাম্পের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন তারই সমালোচক দুই নারী। নিজের দুই কড়া সমালোচক নারীকে মন্ত্রিসভায় নিয়োগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেবিনেট কার্যক্রম পরিচালনার জন্য দক্ষিণ ক্যারোলিনার গভর্নর নিকি হ্যালে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে নিয়োগ পেয়েছেন। অন্যদিকে বেতসে ডেভোস শিক্ষামন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন। হ্যালে ও ডিভোসের নিয়োগ চূড়ান্ত করতে সিনেটের অনুমোদন লাগবে। ২০১৭ সালের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। এ দিন থেকে ট্রাম্পের সরকার কাজ শুরু করবে। প্রশাসনের গুরুত্বপূর্ণ দুই পদে ট্রাম্পের মনোনীত দুই নারীই একসময় ট্রাম্পের ঘোর সমালোচক ছিলেন। হ্যালে বলেছিলেন, তিনি ট্রাম্পের ভক্ত নন। বেতসে বলেছিলেন, ট্রাম্প অনধিকার চর্চাকারী। দলীয় মনোনয়ন পাওয়ার লড়াইয়ে প্রাইমারিতে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী বেন কারসন মন্ত্রিসভায় থাকতে পারেন। শিগগির পদসহ তার নাম ঘোষণা করা হতে পারে। এদিকে, মঙ্গলবার ট্রাম্প এক টুইটে বলেন, গৃহায়ন ও নগর উন্নয়নমন্ত্রী হিসেবে বেন কারসনকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দিতে হ্যালে একজন ভালো নেতা হবে উল্লেখ করে ট্রাম্প বলেছেন, তিনি ভালো চুক্তিকারী এবং আমরা অনেক চুক্তি করতে যাচ্ছি। ভারতীয় বংশোদ্ভূত হ্যালে বলেছেন, তিনি দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত। তবে সিনেটের অনুমোদনের আগ পর্যন্ত সাউথ ক্যারোলাইনার গভর্নর পদে বহাল থাকবেন। প্রাইমারিতে প্রথমে মারকো রুবিওকে সমর্থন করেন হ্যালে। রুবিও বসে গেলে টেক্সাসের সিনেটর টেড ক্রুজকে সমর্থন করেন তিনি। কিন্তু ক্রুজও শেষ পর্যন্ত ট্রাম্পের কাছে পরাজয় স্বীকার করে সরে দাঁড়ান। ফলে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পান ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে মুসলিমদের নিষিদ্ধ করার প্রস্তাবে ট্রাম্পের কঠোর সমালোচনা করেন হ্যালে। ট্রাম্পের এ প্রস্তাবকে ‘অ-আমেরিকান’ বলে উল্লেখ করেন তিনি। এর জবাবে ট্রাম্প বলেছিলেন, অবৈধ অভিবাসীদের বিষয়ে তিনি ‘খুবই দুর্বল’ এবং দক্ষিণ ক্যারোলাইনার বাসিন্দারা তার কারণে ভোগান্তির শিকার হচ্ছে। রয়টার্স, ভিওএ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।