Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বপ্নের পদ্মা সেতু, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাকিব

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২২, ৪:১৬ পিএম

দেশের দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পুরোণ হয়েছে। আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। এর মাধ্য দিয়ে খুলে গেছে বাংলাদেশের দখিনের দুয়ার।

বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসানের চোখে এই সেতু হবে দক্ষিণাঞ্চলের উন্নয়নের সবচেয়ে মাধ্যম। সেজন্যে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতেও ভোলেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এরপর এক ভিডিওবার্তায় জানালেন নিজের অনুভূতি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সাকিব বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের পক্ষ থেকে। কারণ আমার কাছে মনে হয়, এটা দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য সবচেয়ে বড় অবদান। এবং এটা পুরো বাঙালি জাতির একটা স্বপ্ন ছিল, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সম্ভব হয়েছে।’

‘সে কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আর আশা করি এই পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ