Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২২, ১২:০৯ এএম

অঙ্গীকার মস্কোর
আমেরিকা থেকে রাশিয়ার ক‚টনীতিক ও তাদের পরিবারের সদস্যদেরকে দেশে ফেরত আনার জন্য রুশ বিমান ব্যবহারের অনুমতি দেয়নি মার্কিন সরকার। এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে মস্কো। এ প্রসঙ্গে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, মার্কিন পক্ষ লাগাতারভাবে দ্বিপক্ষীয় সম্পর্ক ধ্বংস করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে, যে সম্পর্ক এরইমধ্যে একেবারে নিম্নতম পর্যায়ে চলে গেছে। গত ফেব্রুয়ারি মাসে আমেরিকা রাশিয়ার ১২ জন ক‚টনীতিক বহিষ্কার করে যারা জাতিসংঘ সদর দপ্তরে দায়িত্ব পালন করছিলেন। আরটি।


প্রশংসায় চীন
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘পস্টট পার্টনারশিপ প্রোগ্রাম’ (এসপিপি) বাতিলে নেপালের মন্ত্রিসভার এক সিদ্ধান্ত প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বৃহস্পতিবার বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে কথা বলেছেন। তিন বলেন, নেপালের বন্ধুত্বপূর্ণ সুপ্রতিবেশী দেশ ও কৌশলগত সহযোগিতার অংশীদার হিসেবে নেপালি সরকারের এই সিদ্ধান্তের প্রশংসা করে চীন।তিনি বলেন, চীন সংশ্লিষ্ট খবরা-খবর খেয়াল করেছে। রয়টার্স।


বিশ্বে অকার্যকর
মার্কিন স্টাইলের গণতন্ত্র সারা বিশ্বে অকার্যকর প্রমাণিত হয়েছে। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এই কথা বলেছেন। স¤প্রতি যুক্তরাষ্ট্রের এক গণজরিপ থেকে জানা গেছে, ৪৯ শতাংশ মানুষ মনে করে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র আর একটি গণতান্ত্রিক দেশ থাকবে না। অর্ধেক মানুষ মনে করে, যুক্তরাষ্ট্রের নৈতিক মূল্যবোধ খুব খারাপ। আর ৬৫ শতাংশ মানুষ মনে করে, সরকারি পদের নির্বাচনে অংশগ্রহণকারীদের প্রধান উদ্দেশ্য হল ব্যক্তিগত স্বার্থ অর্জন করা। বিশ্বের ৪৪ শতাংশ মানুষ মনে করে, যুক্তরাষ্ট্র হল বিশ্বের গণতন্ত্রের জন্য বৃহত্তম হুমকি। সিআরআই।


অবস্থান ঘোষণা
জাতিসংঘে চীনের স্থায়ী উপ-প্রতিনিধি তাই বিং নিরাপত্তা পরিষদে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ইস্যুতে পর্যালোচনা করেন। তিনি দেশটির অস্ত্র অবরোধের বিষয়ে পুনরায় চীনের অবস্থান ঘোষণা করেন। তিনি বলেন, দেশটির পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা পরিষদের চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে অস্ত্র অবরোধের কারণে দেশের নিরাপত্তা খাতে বিরাট প্রভাব উল্লেখ করেন। নিরাপত্তা পরিষদে দেশটির আবেদনের প্রেক্ষিতে চীন দ্রæত অবরোধ প্রত্যাহার প্রত্যাশা করে। সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ