Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বপ্নের সেতু হয়ে বাড়ি ফেরার অপেক্ষায় সাকিব

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২২, ৭:৩০ পিএম

১৯৯৮ সালে প্রথম পদ্মা সেতুর স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ। এরপর বহু ঝড়-ঝাপটায় কেটে গেছে ২৪টি বছর। অবশেষে দুই যুগ পরে পদ্মা সেতু পাড়ি দিয়ে বাড়ি যাওয়ার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে সাধারণ মানুষের।

একই স্বপ্নে বিভোর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পোস্টার বয় সাকিব আল হাসানের। বাংলাদেশের বর্তমান টেস্ট অধিনায়ক সাকিবের বাড়ি খুলনা বিভাগের জেলা মাগুরায়। রাজধানী ঢাকা থেকে যেখানে যেতে হলে পাড়ি দিতে হতো উত্তাল পদ্মা।

তবে ২৫ জুনের পর ফেরিতে করে পারাপারের অসুবিধা আর থাকবে না। ২৫ জুন সেতুর উদ্বোধন হলে গাড়ি দিয়েই স্বল্প সময়ে পদ্মা পাড়ি দিতে পারবেন সাকিবসহ দক্ষিণের সব মানুষ। পদ্মা সেতু উদ্বোধনের সেই আনন্দ ছুঁয়ে গেছে সাকিবকেও।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে সেই আনন্দ সকলের সঙ্গে শেয়ার করেছেন টাইগার ক্রিকেটের এই টেস্ট অধিনায়ক নিজেই। পদ্মা সেতুর ছবি দিয়ে সাকিব লিখেছেন, ‘এবার বাড়ি ফেরার আনন্দটা অন্য সময়ের চেয়ে একদম আলাদা। তাই না? এবার স্বপ্নের সেতু ধরে স্বপ্ন যাবে বাড়ি!’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ