Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালয়েশিয়াকে ছাড় দেবেন না সাবিনারা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জুন, ২০২২, ৯:৩৪ পিএম

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশ ও মালয়েশিয়ার মেয়েরা লড়বে। ম্যাচকে ঘিরে লড়াইয়ের উত্তেজনা থাকাটাই স্বাভাবিক। কিন্তু বুধবার দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে লড়াইয়ের চেয়ে সহযোগিতার মনোভাবই ফুটে উঠল সবার মাঝে। দেশের বিভিন্ন অঞ্চলজুড়ে বইছে বন্যার পানি। বানভাসি মানুষের সহায়তার জন্যই যেন সবাই আকুল। তাইতো ফিফা প্রীতি ম্যাচ দুটির বিক্রিত টিকিটের সব অর্থই বানভাসি মানুষের জন্য খরচা করার প্রত্যয় বাফুফের কর্মকর্তাদের। তবে বানভাসি মানুষদের সহযোগিতার ঘোষণার পাশাপাশি সাবিনা খাতুনরা মালয়েশিয়াকে ছাড় না দেয়ার ঘোষণাও দিয়েছেন সংবাদ সম্মেলনে। কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ ও মালয়েশিয়া নারী দলের মধ্যকার প্রথম প্রীতি ম্যাচটি।

২০১৭ সালে আমন্ত্রণমূলক একটি টুর্নামেন্টে একবারই মুখোমুখি হয়েছিল এই দল। সেবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে মালয়েশিয়া ২-১ গোলে হারিয়ে দিয়েছিল লাল-সবুজদের। তবে এবারও সহজে ছাড় দেবে না বাংলাদেশ। এ প্রসঙ্গে বাংলাদেশ জাতীয় নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘রোজার পর থেকে কঠোর অনুশীলন করছে মেয়েরা। অ্যাডুকেশনাল ক্লাস হয়েছে তাদের। আমরা পুরোপুরি প্রস্তুত এ দুই ম্যাচের জন্য। এই ম্যাচ আয়োজন করার জন্য বাফুফেকে ধন্যবাদ। দলের তিনজন ছাড়া সবারই আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।’ তিনি যোগ করেন, ‘এই ম্যাচে মালয়েশিয়া ফিজিক্যাল ফিট। অভিজ্ঞতায়ও এগিয়ে। তাই ম্যাচেও এগিয়ে থাকবে তারা। তবে আমরা মালয়েশিয়াকে ছাড় দেব না।’ অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘দীর্ঘ ৮-৯ মাস পর ফিরছি। র‌্যাঙ্কিংয়ে কিছু সময় মেটার করে। কিছু সময় ভাল কেটেছে। মূল ফোকাস থাকবে এই ম্যাচে। র‌্যাঙ্কিংয়ে ফেরার সুযোগ এটি আমাদের জন্য। এটা গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য থাকবে দেশের মানুষকে ভালো খেলা উপহার দেওয়া। আশাকরি আমরা জাতিকে হতাশ করবো না।’

এদিকে মালয়েশিয়ান কোচ জোসেফ বলেন, ‘এখানে আসার আগে এক সপ্তাহ অনুশীলন করেছে মেয়েরা। মূলত আমরা প্রস্তুতি নিচ্ছি জুলাইয়ে অনুষ্ঠেয় এএফএফ (আসিয়ান ফুটবল ফেডারেশন) টুর্নামেন্টের জন্য। এই ফিফা ম্যাচ দুটি ওই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য আমাদের সহায়তা করবে। বাংলাদেশ আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছে তাই এসেছি। এতে ভাল হয়েছে, আমরা স্বাগতিকদের দুর্বলতাগুলো দেখতে পাবো।’ ২০১৭ সালের ম্যাচের তিনজন ফুটবলার রয়েছেন মালয়েশিয়ার এই দলে বলে জানান জোসেফ। ম্যাচ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় টিকিট বিক্রির জন্য মাইকিং করবে বাফুফে। এর পাশাপাশি অনলাইনেও টিকিট বিক্রির পরিকল্পনা রয়েছে বাফুফের।

এদিকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার ফিফা প্রীতি ম্যাচ দুটির বিক্রিত টিকিটের অর্থ সিলেটে বন্যার্তদের দেবে বাফুফে। বুধবার এ ঘোষণা দিয়েছে তারা। ভিআইপি গ্যালারির টিকিট বিক্রি হবে না। সাধারণ গ্যালারির টিকিট মুল্য ৫০ টাকা। বাফুফে দশ হাজার টিকিট ছাড়বে প্রতি ম্যাচের জন্য। বাংলাদেশ নারী ফুটবল দলের দলনেতা জাকির হোসেন চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘টিকিট বিক্রি থেকে পাওয়া অর্থের পাশাপাশি বাফুফের কর্মকর্তারাও বন্যার্তদের সাহায্য করবেন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ