Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালদ্বীপে ভারতীয় হাই কমিশনে হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২২, ১২:০২ এএম

মালদ্বীপের রাজধানী মালেতে ভারতীয় হাই কমিশন আয়োজিত একটি অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। পুলিশ হামলাকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুড়েছে ও পিপার স্প্রে করেছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটেছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনুষ্ঠানের আয়োজকদের এক জন জানিয়েছেন, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মালের একটি স্টেডিয়ামে যোগব্যায়ামের ব্যবস্থা করা হয়েছিল। এতে দেড় শতাধিক মানুষ অংশ নেয়। এদের মধ্যে কূটনীতিক ও সরকারি কর্মকর্তারা ছিলেন। এক পর্যায়ে কিছু লোক সেখানে হামলা চালায়। এর আগে বিক্ষোভকারীরা যোগব্যায়ামের বিরুদ্ধে প্ল্যাকার্ড বহন করেছিল। তাদের দাবি, যোগব্যায়াম ইসলামের নীতির পরিপন্থী। পুলিশ সুপার ফাথমাথ নাশওয়া রয়টার্সকে জানিয়েছেন, পুলিশ দাঙ্গা বিরোধী ব্যবস্থা নিয়েছিল। ভীড় নিয়ন্ত্রণ করতে ও এলাকা সুরক্ষিত করতে পিপার স্প্রে এবং টিয়ার গ্যাস ব্যবহার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ