মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উত্তরাঞ্চলীয় এবং দক্ষিণাঞ্চলীয় দুইটি ‘সামরিক স্বার্থ সংশ্লিষ্ট অঞ্চলের’ বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বুরকিনা ফাসোর সামরিক বাহিনী। এক বিবৃতিতে জানানো হয়েছে এই অঞ্চলগুলোতে ইসলামিক বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। সোমবার রাতে এই ঘোষণা দেওয়া হয়েছে। তবে সরে যেতে মানুষ কতো সময় পাবে কিংবা তারা কোথায় যাবে সেসব বিষয়ে ওই ঘোষণায় বিস্তারিত কিছু বলা হয়নি। ন্যাশনাল অপারেশন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইভস দিদিয়েন বামৌনি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘শিগগিরই পরিচালিত হতে যাওয়া সামরিক অভিযানের প্রভাবের সংস্পর্শে আসার ঝুঁকিতে পড়তে পারে মানুষের এমন সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে’। এতে আরও বলা হয়, ‘আবাসিক জনগোষ্ঠীকে আরও নিরাপদ এলাকায় পৌঁছানোর জন্য সময় দেওয়া হবে’। পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসো বেশ কয়েকটি ইসলামিক বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে। এদের কয়েকটির সঙ্গে আল কায়েদা এবং ইসলামিক স্টেট এর সংশ্লিষ্টতা রয়েছে। ২০১৫ সাল থেকে চলছে এগুলোর তৎপরতা। এই লড়াইয়ের কারণে বুরকিনা ফাসোর অভ্যন্তরণে বাস্তুচ্যুত হয়েছে ১৮ লাখের বেশি মানুষ। গত ১১ জুন দেশটির উত্তরাঞ্চলে এক হামলায় এক শতাধিক মানুষ নিহত এবং হাজার হাজার বাস্তুচ্যুত হওয়ার পর অভিযান চালানোর ঘোষণা দিয়েছে বুরকিনা ফাসো। গত জানুয়ারিতে দেশটির সেনা কর্মকর্তাদের একটি গ্রুপ গণতান্ত্রিক সরকার উৎখাত করে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটানোর প্রতিশ্রুতি দেয়। তারপরও হামলার ঘটনা বেড়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।