Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আইএমএফ-পাকিস্তান আলোচনায় অগ্রগতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২২, ১২:০২ এএম

পাকিস্তানের ঋণ ছাড় নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন দাতাগোষ্ঠীটির এক কর্মকর্তা। পাকিস্তানে নিযুক্ত আইএমএফ এর আবাসিক প্রতিনিধি বুধবার এই তথ্য জানিয়েছেন। পাকিস্তানের অর্থনীতি যখন আর্থিক সঙ্কটের দ্বারপ্রান্তে তখন এই বিবৃতিটি এসেছে। দ্রুত শেষ হয়ে যাচ্ছে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আর মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দর রেকর্ড পরিমাণ কমছে। আইএমএফ কর্মকর্তা এস্তার পেরেজ রুইজ বলেন, ‘আগামী বছরে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার করার নীতিগুলি নিয়ে আইএমএফ কর্মীদের এবং কর্তৃপক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে এবং ২০২৩ অর্থবছরের বাজেটের উপর গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে’। পাকিস্তান এই মাসে ২০২২-২৩ অর্থবছরের জন্য নয় লাখ ৫০ হাজার কোটি রুপির বাজেট প্রস্তাব উত্থাপন করেছে। এর লক্ষ্য অত্যন্ত প্রয়োজনীয় ঋণ ছাড় পেমেন্ট পুনরায় চালু করতে আইএমএফকে রাজি করানো এবং রাজস্ব আয় ব্যাপকভাবে বাড়ানো। তবে ঋণদাতা সংস্থাটি পরে জানায়, আইএমএফ কর্মসূচির মূল উদ্দেশ্যগুলোর সঙ্গে সঙ্গতিপূর্ণ পাকিস্তানের বাজেট আনতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সামষ্টিক অর্থনীতি এবং আর্থিক লক্ষ্য অর্জন নিয়ে উভয় পক্ষ মঙ্গলবার রাতে আলোচনায় বসে জানিয়েছেন পাকিস্তানের প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা। তারা বলছেন, আলোচনা ভালোভাবেই চলেছে। আর পাকিস্তান এখন সামষ্টিক অর্থনৈতিক এবং আর্থিক লক্ষ্যমাত্রার প্রাথমিক সমঝোতা এবং তারপর কয়েক দিনের মধ্যে একটি কর্মকর্তা পর্যায়ের চুক্তির আশা করছে। ২০১৯ সালে আইএমএফ এর সঙ্গে ছয়শ’ কোটি ডলারের ঋণ পেতে ৩৯ মাসের চুক্তি করে পাকিস্তান। তবে লক্ষ্যমাত্রা অর্জনে ইসলামাবাদের নাজুক পরিস্থিতির কারণে এখন পর্যন্ত মাত্র অর্ধেক ঋণ বিতরণ করা হয়েছে। সবশেষ অর্থ বিতরণ হয়েছিল ফেব্রুয়ারিতে এবং পরবর্তী ধাপটি মার্চ মাসে একটি পর্যালোচনা অনুসরণের পর বিতরণের কথা ছিল। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ