নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ট্রান্সফার ফি নিয়ে সেই দুর্নিতি মামলায় বার্সেলোনা তারকা নেইমারকে ২ বছরের কারাদন্ড দাবি করেছে স্পেনের সরকারপক্ষীয় আইনজীবিরা। একই সাথে সেসময়ের বার্সা ক্লাব সভাপতি সান্দ্রো রোসেলকে ৫ বছরের কারাদন্ড দাবি করা হয়েছে। আর ক্লাব বার্সাকে ৮.৪ মিলিয়ন ইউরো (৭.২ মিলিয়ন পাউন্ড) জরিমানার জন্য প্রস্তাব করা হয়েছে। একই সাথে খারিজের প্রস্তাব করা হয়েছে বর্তমান সভাপতি জোসেপ মারিয়া বার্তেমিউয়ের বিরুদ্ধে আনিত অভিযোগ।
নেইমারের ক্রিড়াস্বত্বের মালিক ছিল ডিআরএস নামের এক বিনিয়োগকারী প্রতিষ্ঠান। ২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে বার্সেলোনায় নাম লেখানোর সময় ট্রান্সফার ফির ৪০ শতাংশের মালিক ছিল ওই প্রতিষ্ঠানটি। কিন্তু কম ট্রান্সফার ফি দেখিয়ে বার্সা ও নেইমার তাদের সাথে প্রতারণা করেছে বলে দাবি তোলে প্রতিষ্ঠানটি। এমন অভিযোগের পর ২০১৪ সালে পদত্যাগ করেন তৎকালিন সভাপতি রোসেল।
এর আগে কর সংক্রান্ত মামলায় লিওনেল মেসিকে ২১ মাসের কারাদন্ড দেয় স্পেনের আদালত। তবে সেদেশের আইন অনুযায়ী দুই বছরের কম কারাদন্ড হলে জেলে খাটতে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।