Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওসমানীনগরে বন্যায় লক্ষাধিক মানুষ পানিবন্ধি!

বালাগঞ্জ (সিলেট) থেকে আবুল কালাম আজাদ | প্রকাশের সময় : ২২ জুন, ২০২২, ৫:৫০ পিএম | আপডেট : ৬:০২ পিএম, ২২ জুন, ২০২২

সিলেটের ওসমানীনগরে বন্যার পানি বৃদ্ধি পেয়ে অবস্থা ভয়াবহ রূপ ধারণ করেছে। নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে পড়েছে। মানুষ আশ্রয়ের সন্ধানে ছুঁটছেন। এদিকে আশ্রয় কেন্দ্রগুলোতে খাদ্য সংকট দেখা দিয়েছে। মানবেতর জীবন যাপন করছেন বানভাসী মানুষ। গত বুধবার (২২ জুন) পানি প্রায় ১ ফুট বেড়েছে। শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দি। এদিকে সংকটময় সময়ে এক শ্রেণি অসাধু ব্যবসায়িরা নিত্য পন্য জিনিসপত্রের মূল্য বৃদ্ধি করে দিয়েছে। ফলে পানি বন্দি মানুষের দুর্ভোগ আরো বৃদ্ধি পাচ্ছে।
ওসমানীনগর উপজেলা সুত্রে জানা যায়, ওসমানীনগরের ৮টি ইউনিয়নের মানুষের জন্য ৪৯ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এতে আশ্রয় নিয়েছেন ১ হাজার ১শ ৭০টি পরিবার। লোক স্যংা প্রায় ৪ হাজার ৬শ ৮০ জন। আশ্রিত গবাদি পশুর গুর হচ্ছে ৩শ ২৫ টি, ছাগল ৬শ ৭২টি। বুধবার পর্যন্ত সরকারী বরাদ্ধ ৪৮ টন চাল ও নগদ ১০ লক্ষ ৫০ হাজার টাকা। ৮টি ইউনিয়নে বিতরণ চলমান রয়েছে ২২ টন চাল ও ৪ লক্ষ ৫০ হাজার টাকা। মওজুদ রয়েছে ২১ টন চাল ও ৬ লক্ষ টাকা। এ বরাদ্দ পর্যাপ্ত নয় বলে সচেতন মহল মনে করছেন।
খোঁজ নিয়ে জানা যায়, প্রতিটি আশ্রয় কেন্দ্রের চারিদিকে কোমর পানি। গবাদি পশুর সাথে আশ্রিত মানুষ বসবাস করছেন। সরকারী কোন ত্রাণ না পওয়ায় তারা অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন।
এদিকে নিত্যপন্য জিনিসের মূল দ্বিগুন বৃদ্ধি করেছে অসাধু ব্যবসায়িরা। উপজেলার ব্যবসায়িক প্রাণ কেন্দ্র গোয়ালাবাজরে মোমবাতি পাওয়া যাচ্ছে না। মোমবাতি পাওয়া যায় সবজি বাজারে! মূল বৃদ্ধির ফলে সামাজিক সংগঠনগুলো ত্রাণ বিতরণে এগিয়ে আসতে হিমশিম খাচ্ছে। ৩০ মাইল দূর শ্রীমঙ্গল থেকে ক্রয় করে আনতে হচ্ছে ত্রাণ বিতরণকারী সামাজিক সংগঠনগুলোকে। ২৫ টাকার মোমবাতি ৮০-১০০ টাকা, চিড়া বিক্রি হচ্ছে ৯০ টাকা মূল্যে, মুড়ি কেজি বিক্রি হচেছ ১১০ টাকা ধরে, কেরোসীন বিক্রি হচ্ছে ১৩০ টাকা মূল্যে, দিয়াশলাই ডজন বিক্রি হচ্ছে ৩০ টাকা, এলপিজি গ্যাস সিলিন্ডার ১৫শ টাকা ধরে। আর আলু পেঁয়াজের মূল্য বৃদ্ধি পেয়েছে কেজি ১০ টাকা।
ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানা বলেন, আজ বুধবার পানি বৃদ্ধি পেয়েছে ১ থেকে দেড় ফুট। বন্যার্থীদের জন্য সরকারী বরাদ্দগুলো স্থানীয় চেয়ারম্যানগণের মাধ্যমে বিতরণ কার্যক্রম চলছে।

 



 

Show all comments
  • ash ২২ জুন, ২০২২, ৬:০২ পিএম says : 0
    BANGLADESH ER OBOSHOYE WCHITH IRAN ER MOTO AMADER O MISSILE POWER WNNOTO KORA WCHITH ! BANGLADESH TO R NEWCLEAR BOM BANATE PARBE NA ? TAI MISSILE POWER BARNO JORURI
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ