Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আপনি কি গর্ভবতী?’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুন, ২০২২, ১২:০০ এএম

রক্তদান একরকম জীবনদানেরই শামিল। এই কথা মাথায় রেখে, গত ৫০ বছর ধরেই রক্তদান করে আসছেন এক ব্যক্তি। বর্তমানে তার বয়স ৬৬। এই বয়সেও রক্তদানে পিছপা নন তিনি। কিন্তু এই বয়সে এসে এমন এক অভিজ্ঞতার মুখোমুখি তিনি হলেন, যার সমতুল্য অভিজ্ঞতা জীবনে তার কখনও হয়নি। ব্যাপারটা বেশ অদ্ভুতও বটে।

ঘটনাটি ঘটেছে স্কটল্যান্ডের একটি শহরে। সিনক্লেয়ার নামে ওই ব্যক্তি মুখোমুখি হলেন এক আজব সমস্যার। নিয়মিত রক্তদানের সুবাদে তিনি হাজির হয়েছিলেন শহরের একটি মেডিক্যাল সেন্টারে। প্রতিবারের মতো এবারও তাকে দেওয়া হয় একটি ফর্ম। রক্তদাতার বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়েই প্রশ্ন থাকে সেখানে।
তবে এই সেন্টারের ফর্মে এমন এক প্রশ্ন ছিল, যা নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েন ১৬ বছর বয়স থেকে রক্ত দিয়ে আসা সিনক্লেয়ার। ফর্মে জানতে চাওয়া হয়, রক্তদাতা গর্ভবতী কি-না। সঙ্গত ভাবেই এ প্রশ্নের উত্তর দেননি বৃদ্ধ। বরং অবাক হয়েই তিনি সেখানকার এক কর্মীকে জানান, তার ক্ষেত্রে এই প্রশ্ন এবং এর উত্তর দেওয়া- দুই-ই অবান্তর, অপ্রাসঙ্গিক।

কিন্তু কর্মীটি জানান, ফর্মে যেসব প্রশ্ন রয়েছে তাকে সব প্রশ্নের উত্তর দিতেই হবে। অন্যথায় তার রক্ত নেওয়া হবে না। একথা শুনে বেশ রেগেই যান সিনক্লেয়ার। সরাসরি জানিয়ে দেন তার পক্ষে এমন অবান্তর প্রশ্নের উত্তর দেওয়া অসম্ভব। এবং ঠিক এই কারণেই তার আর রক্তদান করা হল না। ছেদ পড়ল তার পাঁচ দশকের রীতিতে।
সিনক্লেয়ারের টানা ৫০ বছরের রক্তদান করার অভ্যাস ভেস্তে গেল ‘গর্ভবতী কি-না’ এই প্রশ্নের খোঁচাতেই। সূত্র : ডেইলি মেইল, মেট্রো ইউকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ