Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা আক্রান্ত অশ্বিন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুন, ২০২২, ১২:০১ এএম

গত সেপ্টেম্বরে করোনাবিধির মারপ্যাচে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা টেস্ট সিরিজ স্থগিত রেখে ইংল্যান্ড থেকে চলে এসেছিল ভারত। ভ্যানু পরিবর্তন করে সেই কাঙ্খিত টেস্ট ম্যানচাস্টারের পরিবর্তে এজবাস্টনে অনুষ্ঠিত হবে। আর ২০০৭ সালের পরে আবারও ইংরেজদের মাটিতে তাদের বিপক্ষেই টেস্ট জয়ের আশায় গত ১৬ তারিখে দেশ ছেড়েছে ভারতীয় ক্রিকেট দল। সেই দলের সঙ্গে ইংল্যান্ডেই আছেন রবিচন্দ্রন অশ্বিন, এমনটাই জানে সবাই। কিন্তু বিসিসিআই বার্তা সংস্থা পিটিটিআইকে নিশ্চিত করে যে কোভিড পজিটিভ হওয়ায় অশ্বিন এখনও দেশেই আছে। দেশ ত্যাগের আগে নিয়মিত যে টেস্ট করানো হয় সেখানে পজেটিভ হন ভারতের হয়ে ৮৬ টেস্টে ৪৪২ উইকেট নেওয়া বোলার। তবে কোয়ারেন্টিনে থাকা এই অফস্পিনারের জন্য একদম শেষ মুহ‚র্ত পর্যন্ত অপেক্ষা করবে ভারত। বিসিসিআই জানায়,দযাওইয়ার আগে করনায় আক্রান্ত হওইয়ায় অশ্বিন দলের সঙ্গে যুক্ত্রাজ্যে যেতে পারেননি। কিন্তু আমরা আশাবাদী, আগামী ১ জুলাই টেস্ট শুরু হওইয়ার আগে তিনি সেরে উঠবেন। তবে লেস্টারশায়ারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ হয়ত খেলা হবে না তারদ। এই টেস্ট ম্যাচের আগে ভারতীয় ক্রিকেট দল লেস্টারের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে। এই মাসের ২৬ ও ২৮ তারিখে ভারতীয় দলের একাংশ হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে দুটি টি-২০ ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। প্রস্তুতি ম্যাচ ও টি-২০ ম্যাচে অশ্বিনকে প্রয়োজন না পড়লেও এজনাস্টনে দ্রাবিড়ের দরকার এই অফ স্পিনারকে। কোভিড টেস্টে নেগেটিভ আসার সাথে সাথেই অশ্বিন ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা করবেন বলেই আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ