নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বসুন্ধরা গ্রুপ পাইওনিয়র (অনূর্ধ্ব-১৫) ফুটবলের সুপার লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে শিরোপা প্রত্যাশি বরিশাল ফুটবল একাডেমি। অন্যদিকে গাজীরচট ফুটবল একাডেমি টানা দ্বিতীয় হারের দেখা পেয়েছে। মঙ্গলবার বিকালে পল্টন ময়দানে কেন্দ্রীয় জোনের ‘খ’ গ্রুপের ম্যাচে বরিশাল ফুটবল একাডেমি ৩-২ গোলে হারায় নবাবগঞ্জ ফুটবল একাডেমিকে। বিজয়ী দলের হয়ে অধিনায়ক মো. আহসানউল্লাহ রাকিব ৪৪ ও ৮২ মিনিটে দু’টি এবং মো. রায়হান মিয়া ৬১ মিনিটে একটি করে গোল করেন। নবাবগঞ্জ ফুটবল একাডেমির অধিনায়ক মো. ইয়াসিন ৮১ ও ৮৫ মিনিটে দু’গোল শোধ দেন। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বরিশালের রায়হান মিয়া।
এর আগে একই মাঠে দুপুরে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে মেহেদী হাসান মিনারের হ্যাটট্রিকে স্কাইলার্ক এফসি ৫-৪ গোলে হারায় গাজীরচট ফুটবল একাডেমিকে। স্কাইলার্কের মেহেদী একাই করেন ৫ গোল। গাজীরচটের বায়জিদ শেখ দু’টি এবং ইমরান হোসেন ও মো, নাইম একটি করে গোল করেন। ম্যাচসেরা হন মেহেদী হাসান মিনার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।