Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্রান্স ট্যুরে যাচ্ছে নগরবাউল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুন, ২০২২, ১২:০২ এএম

বাংলাদেশ ও ফ্রান্সের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে ২৬ জুন প্যারিসের স্তা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফ্রাঙ্কো-বাংলা ফ্রেন্ডশিপ কনসার্ট। এই কনসার্টে অংশগ্রহণ করবে বাংলাদেশের দুই ব্যান্ডদল নগর বাউল ও শিরোনামহীন। ২৬ জুন প্যারিসে স্থানীয় সময় দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ কনসার্ট। আয়োজক প্রতিষ্ঠান আফিওরা সূত্রে জানা গেছে, দুই দেশের স¤পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয়ে এ কনসার্টের আয়োজন করা হয়েছে। কনসার্টের সার্বিক সহযোগিতায় আছে বাংলাদেশ দূতাবাস, প্যারিস। নগর বাউল ব্যান্ডের মুখপাত্র রবিন ঠাকুর জানিয়েছেন, ফ্রাঙ্কো-বাংলা ফ্রেন্ডশিপ কনসার্টে গাইতে ২৪ জুন দেশ ছাড়বে নগর বাউল। এর আগে সর্বশেষ ২০১৫ সালের অক্টোবরে গান গাইতে প্যারিসে গিয়েছিলেন জেমস। সেই আয়োজনটি হয়েছিল ইনডোরে, প্যারিসের বন নবেল মিলনায়তনে। অন্যদিকে, তিন মাস আগে প্যারিসে গান পারমফর্ম করেছে শিরোনামহীন। পারফর্ম করেছে ইনডোরে। এবার আয়োজনটি হচ্ছে আরও বড় পরিসরে। এই প্রথম ইউরোপের কোনো স্টেডিয়ামে ওপেন এয়ার কনসার্টে পারফর্ম করবে শিরোনামহীন। শিরোনামহীনের জিয়াউর রহমান জানান, এ কনসার্টে অংশ নিতে শিরোনামহীন দেশ ছাড়বে ২৪ জুন। ফিরবে ১০ আগস্ট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নগরবাউল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ