Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহারাষ্ট্রে শিবসেনা দলে বিদ্রোহের আভাষ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুন, ২০২২, ১২:০২ এএম

ভারতের হিন্দুত্ববাদী দল শিবসেনায় বিদ্রোহের আভাষ দেখছেন পর্যবেক্ষকরা। ১০-১২ জন বিধায়ককে সঙ্গে নিয়ে ‘বেপাত্তা’ হয়েছেন মহারাষ্ট্রের নগর উন্নয়ন মন্ত্রী একনাথ শিন্ধে। শিবসেনা নেতার এ পদক্ষেপে রাজ্যটির রাজনীতিতে দেখা দিয়েছেন চাঞ্চল্য। সোমবার মহারাষ্ট্র বিধান পরিষদের নির্বাচনে শিবসেনার বিধায়কদের বিরুদ্ধে ক্রস ভোটের অভিযোগ ওঠে। এর পরপরই বিধায়কদের নিয়ে ‘গা-ঢাকা’ দিয়েছেন শিন্ধে। ওই বিধায়করা সুরাটের একটি হোটেলে রয়েছেন বলে সূত্রের খবর। সূত্রের খবর, শিগগিরই হয়তো সংবাদ সম্মেলন করতে পারেন একনাথ শিন্ধে। থানের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা তিনি। দলীয় সংগঠন শক্তিশালী করতে শিন্ধের বড় ভ‚মিকা রয়েছে বলে মনে করেন শিবসৈনিকদের একাংশ। উল্লেখ্য, বিধান পরিষদ নির্বাচনে পাঁচটি আসনে জয় পেয়েছে বিজেপি। শিবসেনা ও এনসিপি দু’টি করে আসনে জিতেছে। এই নির্বাচনে পাঁচ প্রার্থীকে দাঁড় করিয়েছিল পদ্ম শিবির। অন্য দিকে, ১০টি বিধান পরিষদ আসনের জন্য মহারাষ্ট্র বিকাশ আগাড়ির ছ’জন প্রার্থী লড়েছিলেন। তবে বিজেপি সূত্র দাবি করেছেন, মোট ২৪জন বিধায়ক তাদের সঙ্গে আছে। ফলে উদ্ধব ঠাকরের সরকার কতদিন চলবে তা নিয়ে প্রশ্ন উঠে গেছে। একদিন আগেই মহারাষ্ট্রে বিধান পরিষদের নির্বাচন ছিল। সেখানে বিজেপি অন্য দলের থেকে ভোট জোগাড় করে তাদের বাড়তি একজন প্রার্থীকে জিতিয়ে এনেছে। কিছুদিন আগেই রাজ্যসভা নির্বাচনে একই রকমভাবে ক্ষমতাসীন জোটের বিধায়কদের ভোট জোগাড় করে বিজেপি একজন প্রার্থীকে জেতাতে পেরেছিল। বিধান পরিষদে কংগ্রেস তাদের তালিকায় এক নম্বরে থাকা প্রার্থীকেও জেতাতে পারেনি। কংগ্রেসের ৪৪ জন বিধায়ক। ২৬ জনের ভোট পেলেই দলের প্রার্থী বিধান পরিষদে যেতে পারতেন। কিন্তু ২৬টি ভোটও পাননি কংগ্রেস প্রার্থী চন্দ্রকান্ত খান্ডোর। কংগ্রেস শুধু একটি আসনে জিতেছে। কংগ্রেস ছাড়াও জোটের বাকি শরিক দলের বিধায়করাও তাকে ভোট দেননি। একইরকমভাবে শিন্ডের নেতৃত্বে শিবসেনা বিধায়করা দল ও জোটের প্রার্থীর বিরুদ্ধে ভোট দিয়েছেন। এর থেকেই মহারাষ্ট্রের পরিস্থিতি স্পষ্ট হয়। একনাথ শিন্ডে ও তার সহযোগীদের সঙ্গে শিবসেনা নেতারা সমানে যোগাযোগ করার চেষ্টা করছেন। কিন্তু তাদের ফোন বন্ধ থাকায় যোগাযোগ হয়নি। কংগ্রেস তাদের বিধায়কদের দিল্লিতে ডেকে পাঠিয়েছে। মঙ্গলবার রাতেই তাদের দিল্লি আসার কথা। এনসিপি নেতা শরদ পাওয়ারও দিল্লিতে আছেন। তিনি প্রেসিডেন্ট নির্বাচনে সর্বসম্মত বিরোধী প্রার্থী ঠিক করার জন্য বৈঠক ডেকেছেন। তার বাড়িতেই বৈঠক হচ্ছে। আগে ঠিক ছিল, বৈঠক বেলা আড়াইটে নাগাদ শুরু হবে। এখন তা এগিয়ে আনা হয়েছে। সাড়ে দশটা থেকেই বৈঠক শুরু হয়েছে। তবে প্রেসিডেন্ট নির্বাচনে বিজেপি-র প্রার্থী ঘোষণার আগেই মহারাষ্ট্রে তাদের ধাক্কা দিয়েছে বিজেপি। এবিপি, এনডিটিভি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ