Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

৩শ’ কেজির স্টিংরে ধরা পড়ল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুন, ২০২২, ১২:০২ এএম

ক্যাম্বোডিয়ার মেকং নদীতে ৩০০ কেজি ওজনের একটি স্টিংরে মাছ ধরা পড়েছে। এ যাবৎকালে বিশ্বে এটিই সবচেয়ে বড় স্বাদুপানির মাছ বলে অভিমত বিজ্ঞানীদের। এই মাছ ২০০৫ সালে থাইল্যান্ডে ধরা পড়া ২৯৩ কেজি ওজনের দানবীয় ক্যাটফিশের অতীত রেকর্ড ভেঙে দিয়েছে। প্রায় এক ডজন মানুষ স্টিংরে মাছটিকে টেনে পাড়ে নিয়ে আসে।এরপর মাছটির গতিবিধি এবং আচরণ পর্যবেক্ষণের জন্য এটির গায়ে একটি বৈদ্যুতিক ট্যাগ লাগিয়ে দিয়ে সেটিকে আবার পানিতে ছেড়ে দেওয়া হয়। ইউএসএইড পরিচালিত “ওয়ানডারস অব দ্য মেকং” সংরক্ষণ প্রকল্পের প্রধান জীববিজ্ঞানী জেব হোগান এই মাছের সন্ধান পাওয়াকে ‘দারুণ খবর’ মন্তব্য করে বলেছেন, “কারণ, এটি বিশ্বের সবচেয়ে বড় মাছ।” তিনি বলেন, “ছয়টি মহাদেশের নদী, হ্রদে দানবীয় মাছ নিয়ে ২০ বছরের গবেষণায় পাওয়া এটিই বিশ্বের এযাবৎকালের সবচেয়ে বড় স্বাদুপানির মাছ।” “আর এই মাছ এখানে পাওয়ার মানে হচ্ছে, মেকং নদীর এই অংশ এখনও জীববৈচিত্র্যের জন্য উপযোগী রয়েছে। এতবড় মাছটি এখনও এখানে বাস করতে পারছে এ এক আশার লক্ষণ।” রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ