Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের ম্যাচ দেখা যাবে টিভিতে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুন, ২০২২, ৮:৪০ পিএম

বিসিবির ব্যর্থতায় টেস্ট মর্যাদা পাওয়ার পর বাংলাদেশের ম্যাচ টেলিভিশনে সরাসরি দেখার সুযোগ হয়নি, এবারই প্রথম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট টেলিভিশনের কোনো চ্যানেলে দেখার সৌভাগ্য হয়নি এদেশের কারো।

এন্টিগা টেস্টের প্রথম দিন আইসিসি টিভিতে দেখেছে দর্শক ডলারের বিপরীতে। পরবর্তীতে বিসিবির ওয়েবসাইট এবং ফেসবুকের মাধ্যমে দেখেছে টেস্টটি।

টোটাল স্পোর্টস মার্কেটিং টিভি প্রচারস্বত্ব কিনে তা বাংলাদেশের কোনো টেলিভিশনের কাছে বিক্রি করতে না পারায় বাংলাদেশ-উইন্ডিজ প্রথম টেস্ট দেখা থেকে বঞ্চিত হয়েছে দর্শক। তবে টিএসএমের সঙ্গে কনসোর্টিয়ামের ব্যবসায়িক দ্বন্দ্বের অবসান হয়েছে। চলমান সিরিজের অবশিষ্ট ম্যাচগুলো সরাসরি দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস সম্প্রচার করবে।

আগামী ২৪ জুন থেকে সেন্ট লুসিয়ায় শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। এরপর ২, ৩ ও ৭ জুলাই অনুষ্ঠিত হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১০, ১৩ এবং ১৬ জুলাই অনুষ্ঠিত হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। টিভি প্রচারস্বত্ব কিনে ক্রিকেট প্রেমীদের স্বস্তির খবর দিয়েছে টি-স্পোর্টস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ