মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরিয়ায় ইসলামিক স্টেট জিহাদিদের (আইএস) হামলায় অন্তত ১১ সামরিক বাহিনী সদস্য নিহত হয়েছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে একটি বাসে সোমবার ওই হামলা চালায় জিহাদিরা। সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সকাল সাড়ে ৬টায় রাক্কা থেকে হোমস যাওয়ার হাইওয়েতে একটি বেসামরিক বাসে সন্ত্রাসী হামলা হয়েছে। এতে ১১ সেনা কর্মকর্তা এবং ২ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিন সেনা। তবে রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় এই বিস্ফোরণ হয়েছে নাকি জিহাদিরা সরাসরি হামলায় অংশ নিয়েছিলেন তা উল্লেখ করা হয়নি। এক সময় এই রাক্কা শহরের নিয়ন্ত্রণ ছিল ইসলামিক স্টেটের হাতেই। তবে তাদেরকে উচ্ছেদ করার পর এখন বিচ্ছিন্নভাবে হামলা পরিচালনা করে চলেছে সংগঠনটির সদস্যরা। বৃটেনভিত্তিক সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সোমবার সকালের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। এতে বেশ কয়েক সেনা সদস্য আহত হয়েছেন বলেও জানিয়েছে সংস্থাটি। এর প্রধান রামি আব্দেল রাহমান বলেন, এটি ছিল একটি সামরিক বাস এবং এতে কোনো বেসামরিক নিহত হননি। উল্লেখ্য, সিরিয়ায় প্রায়ই সামরিক বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায় আইএস। মে মাসেও একই ধরনের হামলায় ১০ সিরিয়ান সেনা নিহত হয়েছিলেন। সানা, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।