Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রিকেটারদের গণমাধ্যম এড়িয়ে চলার পরামর্শ আকরামের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুন, ২০২২, ৮:২৬ পিএম

নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে ঐতিহাসিক টেস্ট জয়ের পর ধুকছে বাংলাদেশ। ধরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যর্থতার পর ওয়েস্ট ইন্ডিজ সফরেও ধুকছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা ব্যাটিং ব্যর্থতায় সাত উইকেটের বড় হার।

টেস্টে এমন ব্যর্থতায় সাবেক অধিনায়ক এবং বর্তমান বোর্ড পরিচালক আকরাম খান মনে করেন, বেশি চাপ নিয়ে ফেলার কারণেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে বাংলাদেশের ব্যাটিং। টানা ব্যর্থতায় ক্রিকেটারদের মানসিক অবস্থা নিয়ে আমরাক বলেন,‘ মানসিক স্বচ্ছন্দতা বাড়াতে হবে। যদি বেশি চাপ নিয়ে নেয় তাহলে সম্ভব না। আমাকে রান করতেই হবে এ জিনিসটা হলে হবে না। আর প্লেয়ারদের মিডিয়াকে অ্যাভয়েড করতে হবে। এ জিনিসটা করলে ভাল হয়। আপনারা দেখেছেন ভারত যখন চ্যাম্পিয়ন হয় তার আগে এক বছরের মতো কোন ক্রিকেটারকেই মিডিয়ার সঙ্গে কথা বলতে দেখিনি। কারণ মিডিয়া ভাল করলে ভাল, আর যদি খারাপ করে তাহলে মিডিয়ার নিউজগুলো পড়লে মানসিক চাপটা বেড়ে যায়। তো ক্রিকেটারদেরকে মিডিয়া থেকে একটু দূরে থাকতে হবে।’


প্রথম টেস্টে বাংলাদেশের এমন ভরাডুবি প্রত্যাশা করেননি জানিয়ে আকরাম বলেন, ‘টেস্টে যে রকম আশা করেছিলাম সেরকম কিন্তু হচ্ছে না। কারণ আমাদের একসঙ্গে কয়েকজন ব্যাটসম্যান ফর্মে নেই। ছোট ফরম্যাটে যেমন হয় আপনি এক-দুইটা ওভার ভাল করেও রিকভারি করা যায়। কিন্তু টেস্টে এরকম না একসঙ্গে দল হয়ে ভাল করতে হয় মানে ১১ জনকেই ভাল খেলতে হয়।’


আকরাম খানের চাওয়া, ‘আমরা গত কিছু টেস্টে খারাপ করেছি। আশা করছি পরের ম্যাচ থেকে যেন ব্যাপারটা বদল হয়। দ্বিতীয় ম্যাচে শুরু থেকে আমাদের ডমিনেট করতে হবে। ওরা (উইন্ডিজ) যদি আমাদের ডমিনেট করে ফেলে তাহলে আবারও একই ফল হবে। কারণ যেহেতু আমরা মানসিকভাবে এখন একটু দুর্বল আছি তাই প্রত্যাবর্তন করা খুব গুরুত্বপূর্ণ।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ