বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কের মির্জাপুর রেলস্টেশনে দুর্ঘটনাকবলিত তেলবাহী ট্রেনটির ইঞ্জিন ও একটি লড়ি উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেল সোয়া পাচটার দিকে ট্রেনটি দুর্ঘটনার পর ঢাকা এবং আখাউড়া থেকে দুটি রিলিভ ট্রেনের সাহায্যে প্রায় ২৩ ঘন্টা চেষ্টা চালিয়ে মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে ইঞ্জিন ও লড়ি উদ্ধার করা হয়। তবে দুর্ঘটনা কবলিত অন্য লড়িটি বিকেল সাড়ে ছয়টায়ও উদ্ধার করা সম্ভভ হয়নি।
ঢাকা-উত্তর ও দক্ষিণাঞ্চলগামী ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে উদ্ধার কার্যক্রমে সময় লাগছে বলে রেল সূত্র জানিয়েছেন।
এদিকে ট্রেনটি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ডিভিশনাল পর্যায়ে রেলওয়ের ডিজিও কে আহ্বায়ক করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে রেলওয়ের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার জানিয়েছেন।
উল্লেখ্য গত সোমবার বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটি রংপুর যাওয়ার পথে মির্জাপুর রেলস্টেশনে পৌঁছালে ব্রেকিং সিস্টেম কাজ না করায় ইঞ্জিনসহ একটি লড়ি লাইনচ্যুত হয়ে রেললাইনের পাশে উল্টে যায়। এছাড়া আরও একটি লড়ি লাইনচ্যুত হয় বলে ট্রেনটির সহকারী চালক জিয়াউর রহমান জানিয়েছেন। উল্টে যাওয়া লড়িতে ৩০ হাজার লিটার পেট্রোল ছিল বলে জানা গেছে। দুর্ঘটনায় ট্রেনের লোকো মাস্টার ফিরোজ শাহ সুলতান (চালক) ও সহকারী চালক জিয়াউর রহমান সামান্য আহত হন।
মির্জাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, মির্জাপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ১ ঘণ্টা সময় ট্রেন চলাচল বন্ধ ছিল। খবর পাওয়ার পর গত সোমবার রাত ২টার দিকে উদ্ধারকারী রিলিভ ট্রেন আসার পর উদ্ধার কার্যক্রম শুরু হয়।
রেলওয়ের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার বলেন, ইঞ্জিনসহ একটি লড়ি উদ্ধার করা হয়েছে। এছাড়া ট্রেন দুর্ঘটনার ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে উদ্ধার কার্যক্রমে ধীরগতি রয়েছে। # মো.
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।