নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আগামী ২৭ জুন থেকে শুরু হবে টেনিসের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট উইম্বলডন। চলবে জুলাই মাসের ১০ তারিখ পর্যন্ত। তবে অল ইংল্যান্ড ক্লাবে চলতি বছর রাশিয়া ও বেলারুশের খেলোয়ড়দের অংশগ্রহণের অনুমতি নেই। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রেক্ষিতে গত এপ্রিলেই এই সিদ্ধান্ত নিয়েছিল দ্য অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব।
এই পরিস্থিতিতে রুশ খেলোয়াড় নাতেলা জালামিদজে নিজের দেশের পরিচয়ই বদলে ফেললেন। রাশিয়ার বদলে জর্জিয়ার হয়ে খেলবেন নাতেলা। সার্বিয়ার আলেকসান্দ্রা ক্রুনিকের সঙ্গে তিনি জুটি বেঁধে নামবেন।
এই বিষয়ে এইএলটিসি-র মুখপাত্র সংবাদসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ‘কোনও খেলোয়াড়ের জাতীয়তা সংজ্ঞায়িত করে, যে পতাকার নীচে সে কোনও পেশাদার ইভেন্টে খেলে। এটি একটি সম্মত প্রক্রিয়া যা ট্যুরস এবং আইটিএফ দ্বারা নিয়ন্ত্রিত হয়।’ চলতি মাসের শুরুতে ইউনাইটেড স্টেটস টেনিস অ্যাসোসিয়েশন জানিয়ে দিয়েছে যে, যুক্তরাষ্ট্র ওপেনে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের অংশগ্রহণে কোনও বাধা নেই। নিরপেক্ষ পতাকার নীচে প্রতিনিধিত্ব করার সুযোগ থাকছে। ফরাসি ওপেনেও ছিল এই নিয়ম ছিল। সূত্র : ডেইলি মেইল, রিপাবলিক ওয়ার্ল্ড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।