Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ভারতের সাথে সংঘাতের আবহেই অত্যাধুনিক মিসাইল পরীক্ষা চীনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুন, ২০২২, ৮:৩৬ পিএম

ভারত ও তাইওয়ানের সঙ্গে সংঘাতের আবহেই অত্যাধুনিক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করল চীন। রোববার রাতে সেদেশের প্রতিরক্ষামন্ত্রণালয় এই কথা জানিয়েছে। শত্রু দেশ থেকে উড়ে আসা মিসাইল আটকানোর জন্যই এই অস্ত্রের পরীক্ষা করা হয়।

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, ‘ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল (আইসিবিএম) আটকানোর জন্যই নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা করা হয়েছে। যেরকম প্রত্যাশা ছিল, সেইভাবেই পরীক্ষা চালাতে সক্ষম হয়েছি আমরা। কোনও দেশকে লক্ষ্য করে হামলা চালাইনি আমরা। শুধুমাত্র প্রতিরক্ষার স্বার্থেই পরীক্ষা চালানো হয়েছে।’ প্রসঙ্গত, গত বছর ফেব্রুয়ারির পরে এই প্রথম এই ধরনের পরীক্ষা চালালো চীন। তবে ঠিক কোন এলাকায় এই পরীক্ষা চালানো হয়েছে, সেই বিষয়ে কিছু বলা হয়নি।

ভারতের সঙ্গে সাম্প্রতিক কালে সম্পর্কের অবনতি ঘটেছে বেইজিংয়ের। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও চীনের শক্তিবৃদ্ধি আটকাতে চেষ্টা করছে কোয়াডের সদস্য-সহ অন্যান্য বেশ কিছু দেশ। সব মিলিয়ে চীনের প্রতিরক্ষা বিভাগের কার্যকারিতা খতিয়ে দেখার প্রয়োজন ছিল। আক্রমণকে নিষ্ক্রিয় করতে কতখানি প্রস্তুত তারা, এই পরীক্ষার মাধ্যমে সেটাই দেখে নিয়েছে চীন। সেদেশের প্রতিরক্ষা বিভাগের মতে, আগের থেকে অনেক উন্নত হয়েছে আক্রমণ আটকানোর ব্যবস্থা।

মার্কিন প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, ২০০০ সাল পর্যন্ত খুবই দুর্বল ছিল চীনের প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু তারপর থেকে ক্রমাগত উন্নতি করেছে চীন। বর্তমানে বিশ্বের বৃহত্তম মিসাইলের ভাণ্ডার রয়েছে বেইজিংয়ের কাছে। সঠিক সংখ্যা না জানা থাকলেও, জমিতে আঘাত করতে পারে এমন প্রচুর মিসাইল রয়েছে চীনের কাছে। সেই ব্যবস্থাকেই আরও উন্নত করতে ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। সূত্র: টাইমস নাউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ