Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্নীতিদমনে চীন অবিচল থাকবে: শি জিনপিং

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুন, ২০২২, ৮:২৯ পিএম

দুর্নীতিদমন জনগণের কল্যাণের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। এ যুদ্ধে কোনোমতেই পরাজিত হওয়া যাবে না। নতুন পরিস্থিতিতে চীনের কমিউনিস্ট পার্টির দুর্নীতিমুক্তকরণ দেশ গঠন এবং দুর্নীতিদমনের লড়াই সম্পর্কিত চিন্তাধারা আরো জোরদার করা হবে, যা দুর্নীতি প্রতিরোধ করবে। দুর্নীতি মুক্ত থাকার পরিবেশ নিশ্চিত করতে হবে। সার্বিকভাবে দুর্নীতিদমনের যুদ্ধে জয়ী হওয়ার লক্ষ্য বাস্তবায়ন করতে হবে।

গত শুক্রবার চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো দুর্নীতিদমনের বিষয়ে ৪০তম যৌথ আলোচনাসভা আয়োজন করেছে। এতে চীনের প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শি জিনপিং উপরোক্ত মন্তব্য করেছেন।

তিনি বলেন, চীনের অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর দুর্নীতি দমনে চীন উল্লেখযোগ্য সাফল্য এবং গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে। সার্বিকভাবে সিপিসি’র নেতৃত্বে দুর্নীতিদমন কাঠামো গঠন করা হয়েছে। সিপিসি’র ব্যাপক সদস্য ও বিভিন্ন স্তরের কর্মকর্তা দুর্নীতিকে ভয় করা, ব্যবস্থার কারণে দুর্নীতি করতে না পারা এবং দুর্নীতি থেকে দূরে থাকার ব্যবস্থা গড়ে তুলেছে। সবসময় দুর্নীতি দমনে কঠোর মনোভাব পোষণ করা হয়। ‘শূন্য সহনশীলতা’ মনোভাবে দুর্নীতিদমন করা হয়। দুর্নীতি প্রতিরোধের ব্যবস্থা জোরদার করা হয়েছে, গুরুত্বপূর্ণ খাতের দুর্নীতিদমন কাজ আরো বাড়ানো হয়েছে। দুর্নীতিদমনের চিন্তাধারা আরো সুসংবদ্ধ হয়েছে। সেই সঙ্গে ক্ষমতা পরিচালনার তত্ত্বাবধান আরো জোরদার করা হয়েছে।

শি জিনপিং জোর দিয়ে বলেন, দুর্নীতিদমন খুব জটিল এবং কঠিন একটি কাজ, এতে কোনোভাবেই নতি স্বীকার করা যাবে না। যদিও চীনে দুর্নীতিদমন কাজে উল্লেখযোগ্য সফলতা অর্জিত হয়েছে এবং এর ভিত্তি সুসংবদ্ধ হয়েছে, তবে পরিস্থিতি এখনো খুব জটিল। দুর্নীতিকে ছোটো করে দেখা যাবে না। এই কাজ শেষ পর্যন্ত করতে হবে।

তিনি আরও বলেন, সার্বিক ও কঠোরভাবে সিপিসি’র কাজ পরিচালনা করতে চাইলে এবং দুর্নীতিদমন কাজ জোরদার করতে চাইলে বিভিন্ন স্তরের নেতা, বিশেষ করে উচ্চ পর্যায় থেকে এই কাজ করতে হবে। পদ উঁচু হলে ক্ষমতা বড় হয়, মনে ‘ভয়’ থাকতে হয়, আরো কঠোরভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়। নেতারা, বিশেষ করে উচ্চপদস্থ নেতাদের উচিত নিজেকে নিয়ন্ত্রণ করা, পরিবার ও আত্মীয়স্বজনকে নিয়ন্ত্রণ করা, কাছাকাছি মানুষ ও ব্যাপারকে নিয়ন্ত্রণ করা, নিজের কাজ নিয়ন্ত্রণ করা এবং দুর্নীতিমুক্ত পরিবেশ সৃষ্টি করা। সূত্র: গ্লোবাল টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ