Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খাদ্য সঙ্কট প্রশমনে শ্রীলংকা ব্যবস্থা নেবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুন, ২০২২, ৮:২৬ পিএম

শ্রীলংকায় প্রায় ৪০ থেকে ৫০ লাখ মানুষ সরাসরি খাদ্য সংকটে পড়েছে। এ জন্য সরকার ব্যবস্থা নেবে।

স্থানীয় সময় রোববার শ্রীলংকার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহ দেশের খাদ্য নিরাপত্তা কমিশনের সম্মেলনে এ তথ্য জানান।

তিনি সংসদের সদস্য মার ল্যাঞ্জাকে খাদ্য সঙ্কট প্রশমনে একটি কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন। তিনি আশা করেন, এই কমিটি দুই সপ্তাহের মধ্যে পরিকল্পনা প্রণয়ন করতে পারবে।

তিনি বলেন, প্রথমত, জেলেদের খাদ্য, পেট্রোল ও জ্বালানি সরবরাহ করতে হবে। প্রধানত অনাথাশ্রম ও প্রতিবন্ধী সংস্থায় খাদ্য সরবরাহ নিশ্চিত করতে হবে। সূত্র: সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ