Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিয়ালকে স্বস্তি দিলেন বেনজেমা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

শৈশবের ক্লাবে ফিরে রাজকীয় সংবর্ধনাই পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে তার দলের প্রত্যাশানুযায়ী জয়টা মোটেও রাজকীয় হলো না। ১০ জনের স্পোর্টিং লিসবনের কাছে উল্টো পয়েন্ট হারাতে বসেছিল রিয়াল মাদ্রিদ। সেই শঙ্কা দূর হয় শেষ সময়ে বদলি খেলোয়াড় করিম বেনজেমার হেডে। ২-১ গোলের স্বস্তির জয়ে টানা ২০তম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল নিশ্চিত হলো রেকর্ড এগারো বারের চ্যাম্পিয়নদের।
জয়ের জন্য অবশ্য চড়া মূল্য দিতে হয়েছে জিনেদিন জিদানের দলকে। গোড়ালির চোট নিয়ে খুড়িয়ে মাঠ ছাড়েন গ্যারেথ বেল। আগামী ৩ ডিসেম্বর ক্যাম্প ন্যুতে অপেক্ষা করছে ‘এল ক্ল্যাসিকো’। এর আগে তাকে সুস্থাবস্থায় পাওয়া যাবে কিনা তা নিশ্চিত নয়। ম্যাচ শেষে এমনটিই জানান জিদান, ‘বেলের গোড়ালিতে মারাত্মক কিছু হয়েছে, কিন্তু আমরা জানিনা আসল ব্যাপারটা কি। গোড়ালি মুচড়ে যাওয়ার মতো অবস্থা। মেডিকেল পরীক্ষার পর সবকিছু জানা যাবে।’ দ্বিতীয়ার্ধের কিছু সময় পর গোড়ালিতে চোট পান বেল। প্রথমার্ধে রাফায়েল ভারানের গোলে তখন এড়িয়ে ছিল রিয়াল। বেলের পরিবর্তে এসময় মাঠে নামেন বেনজেমা।
প্রথমার্ধে ভারানের গোলটিই ছিল স্বাগতিক গোলমুখে সফরকারীদের একমাত্র আক্রমণও। দ্বিতীয়ার্ধেও ছেড়ে কথা বলেনি স্পোর্টিং, এমনকি ৬৪তম মিনিটে ১০ জনের দলে পরিণত হওয়ার পরও। বাজে আচরণের কারনে লাল কার্ড পান পর্তুগিজ ডিফেন্ডার জোয়াও পেরেইরা। এরপরও নিজেদের রক্ষণ সামলে আক্রমণে রিয়ালের চেয়ে খুব বেশি পিছিয়ে ছিল না স্পোর্টিং। সাকুল্যে ১০ বারের আক্রমণে ২ বার গোলে শট নেয় তারা। ৮০তম মিনিটে আদ্রিয়ান সিলভার পেনাল্টি গোলে সমতায় ফেরে স্পোর্টিং। কিন্তু নির্ধারিত সময়ের তিন মিনিট আগে স্বাগতিকদের হতাশায় ফেলে সফরকারী শিবিরে স্বস্তি এনে দেয় সার্জিও রামোসের দারুন ক্রস থেকে করা ফরাসি স্ট্রাইকার বেনজেমার হেড। ১১ বারের আক্রমণে গোলস্কোরিং শট দুটিই ছিল লক্ষ বরাবর নেওয়া রিয়ালের মোট শট। শৈশবের স্মৃতিবিজড়িত মাঠে খুব বেশি ঔজ্জ্বল্য ছড়াতে পারেননি রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগ আসরে তার গোলের সেঞ্চুরিও তাই এবারো হল না। এজন্য রিয়াল তারকাকে করতে হত ২ গোল। তবে ভারানের প্রথম গোলে কিছুটা অবদান ছিল তার। লুকা মড্রিচের ফ্রি-কিক পায়ে এসে পড়লেও ঠিকমত গোলে শট নিতে পারেননি ‘সিআর-সেভেন’। এসময় ফাঁকায় বল পেয়ে যান ভারানে। তা থেকেই দলকে এগিয়ে নেন ফরাসি ডিফেন্ডার। বার্নাব্যুতে দু’দলের প্রথম লেগের খেলাও একই ব্যবধানে নিষপত্তি হয়।
দৃড় মানষিকতার কারণেই এই জয়, বলেছেন জিদান। সাবেক রিয়াল তারকা বলেন, ‘আমাদের কঠিন কিছু সময় এসেছিল, কিন্তু আমরা কখনোই ম্যাচ ছেড়ে দিই না।’ তিনি যোগ করেন, ‘আমরা রিয়াল মাদ্রিদ এবং সব সময় জয়ের জন্যই মাঠে নামি। আমরা এখন শেষ ষোলর প্রতিপক্ষ নিয়ে ভাবছি না, ভাবছি জয় দিয়ে শীর্ষে থেকেই গ্রুপ পর্ব শেষ করার কথা।’
পরশু রাতে শেষ ষোল নিশ্চিত করেছে ইংলিশ চ্যাম্পিয়ন লেস্টার সিটি, ইতালি চ্যাম্পিয়ন জুভেন্টাস ও ফরাসি ক্লাব মোনাকো। ঘরের মাঠে ক্লাব ব্রুজের বিপক্ষে ওকাজাকি ও রিয়াদ মাহরেজের গোলে ২-১ ব্যবধানের জয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে থেকেই পরের রাউন্ড নিশ্চিত করে প্রথমবারের মত আসরে সুযোগ পাওয়া লেস্টার। এই গ্রুপের অপর ম্যাচে কোপেনহেগেনের মাঠে গোলশূন্য ড্র করায় অপেক্ষা বেড়েছে পোর্তোর। ‘এইচ’ গ্রুপে মাচেসিও, বানুচ্চি ও মানজুকিচের গোলে ১০ জনের সেভিয়ার মাঠ থেকে ৩-১ গোলের জয় পায় জুভেন্টাস।
তবে এদিন রেকর্ডময় রাত উপহার দিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড ও লেগিয়া। ইতিহাসে এই প্রথম এক ডজন গোলের ম্যাচ দেখল চ্যাম্পিয়ন্স লিগ। ১২ গোলের থ্রিলিং ম্যাচ ৮-৪ ব্যবধানে জিতেছে জার্মান ক্লাব ডর্টমুন্ড। ম্যাচের ১০ থেকে ৩২ মিনিটেই গোল হয় মোট ৭টি! আসরে প্রথমবারের মত এক ম্যাচে স্কোরবোর্ডে নাম লেখান ৮ জন খেলোয়াড়। ডর্টমুন্ডের হয়ে জোড়া গোল করেন কাগাওয়া ও রেউস, লেগিয়ার হয়ে প্রিজোভিচ। প্রথমবারের মত এক ম্যাচে ৪ গোল করেও হারের সাক্ষী হতে হল লেগিয়াকে। এই জয়ে ‘এফ’ গ্রুপে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ডর্টমুন্ড। ২ পয়েন্ট পিছিয়ে তাদের পরেই রিয়াল। গ্রুপ চ্যাম্পিয়ন হতে শেষ ম্যাচে ডর্টমুন্ডের বিপক্ষে জিততেই হবে রিয়ালকে।

এক ম্যাচে তিন রেকর্ড!
এক ম্যাচে ১২ গোল
ভিন্ন ৮ খেলোয়াড়ের গোল
৪ গোল করেও হার

মুখোমুখি
সেভিয়া ১-৩ জুভেন্টাস
কোপেনহেগেন ০-০ পোর্তো
ডর্টমুন্ড ৮-৪ লেগিয়া
মোনাকো ২-১ টটেনহাম
ডায়নামো জাগরেব ০-১ লিঁও
লেস্টার ২-১ ক্লাব ব্রুজ
স্পোর্টিং ১-২ রিয়াল মাদ্রিদ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ