Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৮ বছর পর পার্থিবের ফেরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

তার আবির্ভাবটা হয়েছিল আলোড়ন তুলে। হারিয়েও গিয়েছিলেন সময়ের স্রোতে । গত কয়েক বছরে আন্তর্জাতিক ক্রিকেটে ছিলেন বিস্মৃতপ্রায় নাম। আচমকাই আবার শিরোনামে উঠে এলেন পার্থিব প্যাটেল। সবশেষ টেস্ট খেলার ৮ বছর পর আবার ভারতের টেস্ট দলে সুযোগ পেয়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। সুযোগটা এসেছে মূল উইকেটকিপার ঋদ্ধিমান সাহার চোটের কল্যাণে। ইংল্যান্ডের বিপক্ষে বিশাখা পাটনাম টেস্টে বাম ঊরুতে টান লাগে ঋদ্ধিমানের। চোট গুরুতর নয়; তবে সতর্কতা হিসেবে তাকে বিশ্রাম দেয়া হচ্ছে। আসছে মোহালি টেস্টে খেলবেন পার্থিব।
২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষেই টেস্ট অভিষেক হয়েছিল পার্থিবের। ট্রেন্ট ব্রিজে যখন টেস্ট ক্যাপ পেলেন, ১৭ বছর ১৫২ দিন বয়সী উইকেটকিপার ছিলেন টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ উইকেটেকিপার। রেকর্ডটি টিকে আছে এখনও। তবে মোহালিতে যখন খেলবেন, ৩১ বছর বয়সী উইকেটকিপার হবেন একাদশের দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ ক্রিকেটার। সম্ভাবনা থাকলেও মাঝের সময়টায় খুব বেশি প্রস্ফুটিত হয়নি পার্থিবের ক্যারিয়ার। ২০০৪ সাল পর্যন্ত নিয়মিতই খেলেছেন। ২০ টেস্টের পাশাপাশি ওয়ানডে খেলেছেন ৩৮টি। সবশেষটি ২০১২ সালে শ্রীলঙ্কার বিপক্ষেই। এরপর হারান জায়গা। মহেন্দ্র সিং ধোনি আসার পর আর ফেরার সুযোগই ছিল না। ১৯ টেস্টেই থমকে ছিল ক্যারিয়ার। ২০০৮ সালের অগাস্টে একটি টেস্ট খেলার সুযোগ পেয়েছিলেন শ্রীলঙ্কায়। এখনও পর্যন্ত সেটাই তার শেষ টেস্ট।
এবার ঋদ্ধিমান চোট পাওয়ার পর পার্থিব ছাড়াও উইকেটের পিছনে জায়গার দাবিদার ছিল আরও। এই মৌসুমে রঞ্জি ট্রফিতে ঝড় তুলেছেন রিশাব পান্ত। তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ৫ ম্যাচে করেছেন চারটি সেঞ্চুরি। তার একটি ছিল ট্রিপল সেঞ্চুরি, ৩২৬ বলে ৩০৮। আরেকটি সেঞ্চুরি করেছেন ৪৮ বলে (শেষ পর্যন্ত ৬৭ বলে ১৩৫)। আরও দুটি সেঞ্চুরি ছিল ১০৬ বলে ১১৭ ও ১২৪ বলে ১৪৬। তবে এই বছরই বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে যাওয়া এই প্রতিভাবান ক্রিকেটারকে এখনই দলে নিতে চায় না ভারত। আগামী পরশু থেকে শুরু হবে মোহালি টেস্ট। ৫ ম্যাচ সিরিজের দু’টি শেষে ভারত এগিয়ে ১-০ ব্যবধানে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ