Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিসানকার ঝড়ো সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হারাল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২২, ১১:২০ পিএম

রেকর্ড গড়েই অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল শ্রীলঙ্কা। রেকর্ড জুটিতে দলকে পথ দেখালেন পাথুম নিসানকা ও কুসল মেন্ডিস। চমৎকার এক সেঞ্চুরিতে নিসানকা খেললেন রেকর্ড গড়া ইনিংস। অসাধারণ এক জয়ে সিরিজে এগিয়ে গেল শ্রীলঙ্কা।

রোববার কলম্বোতে তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার জয় ৬ উইকেটে। ২৯২ রানে লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ৯ বল বাকি থাকতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সংস্করণে শ্রীলঙ্কার সর্বোচ্চ রান তাড়া করে জয় এটি। ২০১২ সালে হোবার্টে ২৮১ রানের লক্ষ্য তাড়ায় জয় ছিল আগের রেকর্ড।

ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে ১৪৭ বলে ১৩৭ রানের ইনিংস খেলেন নিসানকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে কোনো শ্রীলঙ্কান ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটি। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৯১ রান সংগ্রহ করে। জবাবে শ্রীলঙ্কা ৪৮.৩ ওভারে ৪ উইকেটে ২৯২ রান তুলে জয় তুলে নেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ