মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জম্মু ও কাশ্মীর ব্যাংকের শাখায় মুখ ঢাকা অস্ত্রধারী চার ব্যক্তি ডাকাতি করে ১৩ লাখ রুপি নিয়ে গেছে যার মধ্যে ১১ লাখই সম্প্রতি বাতিল করা ৫০০ ও ১০০০ রুপির নোট। গত সোমবার শ্রীনগর থেকে একশ কিলোমিটার দূরে রাষ্ট্রপরিচালিত জম্মু ও কাশ্মীর ব্যাংকের মালপোরা শাখায় এ ডাকাতির ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি। পুলিশের সূত্রগুলো জানায়, লুট করা ১৩ লাখ রুপির মধ্যে ১১ লাখই বাতিল নোটের। সন্ত্রাসীরাই এ কা- ঘটিয়েছে বলে মনে করছে পুলিশ। ঘটনার সময় ব্যাংকটিতে আরো ১২ জন ছিল। তাদের কাউকে আঘাত করেনি দুর্বৃত্তরা। নিশ্চিন্তে পুরনো নোটের বান্ডিল নিয়ে পালিয়ে গেছে। ডাকাতির সময় ব্যাংকটির সিসি ক্যামেরাগুলো কাজ করছিল কিনা তা জানা যায়নি। গত ৮ নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করার ঘোষণা দেন। ঘোষণায় কর ফাঁকি, দুর্নীতি ও জালিয়াতি রোধ করতে এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি পাকিস্তান থেকে আসা সন্ত্রাসীরা জাল ৫০০ রুপির নোট ব্যবহার করে বলেও জানিয়েছিলেন তিনি। তারপর থেকে ভারতের ব্যাংকগুলোতে প্রায় আট হাজার কোটি রুপির বাতিল নোট জমা পড়েছে। ব্যাঙ্ক বা এটিএমের বাইরে লাইন দীর্ঘ হয়েছে। মানুষ পুরনো রুপি ভাঙিয়ে নতুন রুপি পেতে হয়রানির শিকার হয়েছেন। এ পরিস্থিতিতে ব্যাঙ্কে ডাকাতির এমন ঘটনা বিরল। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।