Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবসরে গিয়ে ১০ নম্বর জার্সি যাবে দিবেন নেইমার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২২, ১১:০৬ পিএম

ব্রাজিলের সব সেরা খেলোয়াড়রা পরেছেন ১০ নম্বর জার্সি। দীর্ঘ দিন ধরে সময়ের সেরাদের একজন নেইমার খেলছেন এই জার্সি পরে। তবে নেইমার বিদায়ের পর ব্রাজিলের এই ১০ নম্বর জার্তি কে পড়বেন তা জানিয়ে গেলে নেইমার নিজেই।

রিয়ালের হয়ে ২০২১-২২ মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতা রদ্রিগো ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ৫ ম্যাচ। তবে কাতার বিশ্বকাপের দলে তার থাকার সম্ভাবনা প্রবল। রদ্রিগো তার পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে। একই ক্লাবের হয়ে ক্যারিয়ারের সূচনা করেছিলেন নেইমারও।

সদ্য সমাপ্ত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে ৪৯ ম্যাচ খেলে ৯ গোল করেন রদ্রিগো। এর মধ্যে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেমি-ফাইনালে দুটি দারুণ গোল।

লড়াইয়ে ৫-৩ গোলে পিছিয়ে থাকা অবস্থায় দ্বিতীয় লেগে শেষের দিকে জোড়া গোল করেন রদ্রিগো। সিটিকে বিদায় করার পর ফাইনালে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রিয়াল।

জাতীয় দলের তরুণ সতীর্থের খেলায় দারুণ মুগ্ধ নেইমার। সেটা এতোটাই যে, অবসরের পর ব্রাজিল দলে নিজের ১০ নম্বর জার্সি তাকে দিয়ে দিতে চান সাবেক বার্সেলোনা তারকা। ইউটিউব চ্যানেলে গত শুক্রবার এক আলাপচারিতায় রদ্রিগো নিজেই এ কথা জানান।

“নেইমার আমাকে বলেছিলেন, ‘আমি যখন জাতীয় দল ছাড়ব তখন ১০ নম্বর জার্সিটি হবে তোমার।’ এর জবাবে আমি তাকে কী বলব তা বুঝতে পারছিলাম না। আমি বিব্রত হয়েছিলাম, আমি হেসে দিয়েছিলাম এবং ঠিক কি বলতে হবে তা জানা ছিল না।”

“আমি তাকে বলেছিলাম যে, তাকে আরও কিছুদিন খেলতে হবে। কারণ, তিনি এখনই তা করুক, আমি এটা তা চাই না। এরপর তিনি হেসেছিলেন।”

ব্রাজিলের ১০ নম্বর জার্সি যারা পরেছেন, সেই লম্বা তালিকায় রয়েছেন পেলে, জিকো, রিভালদো ও রোনালদিনহোর মতো কিংবদন্তিরা। নেইমার জাতীয় দলের হয়ে ৭৪ গোল করেছে ইতিমধ্যে। আর ৪ গোল করলেই ছাড়িয়ে যাবেন পেলেকে (৭৭ গোল)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ