Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার ভোটের মাঠে শর্মিলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রাজনৈতিক মাঠে মণিপুরের লৌহমানবী ইরম শর্মিলা চানু। ১৬ বছরের অনশন ভেঙে গত আগস্টে স্বাভাবিক জীবনে ফিরে আসেন তিনি। এতে তার উপর থেকে সব মামলা উঠে যায় এবং তিনি মুক্তি পান। স্ব^াভাবিক জীবনে ফিরে এসে পিপল্স রিসার্জেন্স অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স গড়ে তোলেন। এর মাঝে কেজরিওয়াল দর্শনও আয়ত্ত করেছেন এই মণিপুরী। কীভাবে শূন্য থেকে শুরু করে সরকার পরিবর্তন করা যায় তার দীক্ষা নিয়ে ভোটের মাঠে নেমেছেন শর্মিলা। রাজনীতিতে বিজেপির প্রস্তাব পেয়েছিলেন তবে তাতে সাড়া দেননি এই লৌহমানবী। ভোটারদের কাছে যেতে বেছে নিয়েছেন সাইকেল। তাই গাড়ি নয়, ভোট প্রচার চালাবেন সাইকেলে। বিধানসভার ভোটে হারলেও লড়াই ছাড়বেন না। প্রস্তুত হবেন লোকসভার জন্য। আফস্পাকে বিদায় করা তার একটা লক্ষ্য। প্রচারণার শুরুতে শর্মিলা বলেন, না খেয়ে লড়ে ফল মেলেনি। তাই এবার অন্য ময়দানে অস্ত্র শান দিতে বাধ্য হয়েছেন তিনি। প্রথমেই নাগা অধ্যুষিত উখরুল সফরে গিয়েছিলেন তিনি। সেখানে তখন আফস্পাবিরোধী আন্দোলন চলছিল। ১৬ বছরের অহিংস, অনশন আন্দোলন কাজে না আসায় বাধ্য হয়েই তিনি অন্য রাস্তায় হাঁটছেন। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ