Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বংশালে সন্ত্রাসী হামলার শিকার একটি পরিবার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২২, ১২:০১ এএম

রাজধানীর বংশালের মালিটোলা এলাকায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবু সাইদের নেতৃত্বে সন্ত্রাসীদের অব্যাহত হামলা ও হুমকিতে পৈত্রিক বাড়ি হারাতে বসেছে একটি পরিবার। তারা ওই বাড়ির দখল ছাড়তে না চাওয়ায় তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে মারপিট ও জখম করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ দিলেও তা অদৃশ্য কারণে নথিভুক্ত হয়নি। এ নিয়ে ওই পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে।

গতকাল বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সন্ত্রাসীদের হামলার শিকার পাপিয়া সুলতানা টুম্পা লিখিত বক্তব্যে এ বাড়িতে নিরাপদে বসবাস করা ও সন্ত্রাসীদের অব্যাহত হামলা ও হুমকি থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপিসহ আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ