Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলেপ্পোয় এক সপ্তাহের হামলায় ২৪৪ প্রাণহানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো নগরীতে গত এক সপ্তাহের হামলায় অন্তত ২৪৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সিরিয়ায় যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণে সক্রিয় এ মানবাধিকার সংগঠনটি গত মঙ্গলবার জানায়, গত ২৪ ঘণ্টায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। আলেপ্পোর পূর্বাঞ্চলে বিদ্রোহী অবস্থানগুলোর কাছে অগ্রসর হতে থাকা সরকারি বাহিনীর বিমান ও হেলিকপ্টার হামলায় নিহত হয়েছে অন্তত ২২৮ জন। এর মধ্যে ১৪১ জন বেসামরিক নাগরিক, ৮৭ জন যোদ্ধা। অন্য আরও ১৬ জনের কোনও পরিচয় জানা যায়নি। ওদিকে, আলেপ্পোর পশ্চিমে সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে নিহত হয়েছে ১০ শিশুসহ অন্তত ১৬ জন। আহত আরও অনেককে হিসাবের মধ্যে ধরলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি। আলেপ্পোয় ক্রমাগত বোমাবর্ষণের ফলে হাসপাতালগুলো ক্ষতিগ্রস্ত হয়ে চিকিৎসা ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। কেবল পূর্ব আলেপ্পোয় খোলা রয়েছে কিছু সংখ্যক স্বাস্থ্যকেন্দ্র। নগরীর ২ লাখ ৫০ হাজার মানুষ চিকিৎসাসেবার অভাবে রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আলেপ্পোর পূর্বাঞ্চলে তিন সপ্তাহের অস্ত্রবিরতির পর ১৫ নভেম্বর থেকে আবার হামলা শুরু হয়েছে। অপর এক খবরে বলা হয়, আলেপ্পোর সরকার নিয়ন্ত্রিত এলাকায় বিদ্রোহীদের বোমা হামলায় ১০ শিশুসহ ১৬ বেসামরিকের প্রাণহানি হয়েছে। গত মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে। এছাড়া পূর্বাঞ্চলীয় সেক্টরে আরও ৮৭ জন বিদ্রোহী যোদ্ধা ও অজ্ঞাতনামা ব্যক্তি নিহত হয়েছে বলেও দাবি করেছে অবজারভেটরি। আলেপ্পোতে সব মিলে এক সপ্তাহে প্রাণহানির সংখ্যা ২৪৪। অবরুদ্ধ এলাকাটিতে রাশিয়া ও সিরিয়ার সরকারি বাহিনীর বিমান হামলার কারণে শত শত মানুষ আহত হয়েছে। এক সপ্তাহের অস্ত্রবিরতি শেষ হওয়ার পর গত মঙ্গলবার থেকে আলেপ্পোর পূর্বাঞ্চলে নতুন করে হামলা শুরু হয়। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে, গত সপ্তাহে পূর্ব আলেপ্পোতে বিমান হামলার কারণে শহরটির সব প্রধান  প্রধান হাসপাতাল অকার্যকর হয়ে পড়েছে। প্রসঙ্গত, সিরিয়ায় ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে আড়াই লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখের বেশি মানুষ। সিরিয়ার চলমান সংকট নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অবস্থান বিপরীত ধর্মী। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারী সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে এবং ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। রয়টার্স, আইএএনএস,বিবিসি।                            



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ